Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ' প্রতিপাদ্য কে সামনে রেখে বৃক্ষরোপণ

Kibria Ansary

Published: 07 July, 2024, 08:58 PM
'বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ' প্রতিপাদ্য কে সামনে রেখে বৃক্ষরোপণ

পুবের কলম, ওয়েবডেস্ক: "বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ" প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটি দেশব্যাপী বৃক্ষরোপণ শুরু করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড; গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ডঃ সুলাতানুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ডঃ  মোঃ হুমায়ুন কবীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিসরোডের গগনশিরীষ গাছ লাগিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। আজ বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ডঃ মোঃ শহিদুল আলম সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সদস্য প্রফেসর ও পরিচালক ডঃ সাবরিনা নাজ,পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ও  সদস্য প্রফেসর হাসানুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রফেসর ডঃ মোঃ নাসিরুদ্দিন,উদ্ভিদবিজ্ঞান বিভাগ সহ প্রকৃতি ও মাটি মানুষ চ্যানেল আইয়ের প্রতিনিধি সহ পরিবেশ সচেতন মানুষ এই কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন। দেশীয় ফলজবৃক্ষ সহ শোভাবর্ধন কারী পুষ্পিত বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচী সারাদেশ ব্যাপী চলমান থাকবে। আয়োজকবৃন্দ আশা পোষণ করেন যে, পরিবেশ সচেতন সকল নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে উদ্ভিদবিজ্ঞানীদের দেশব্যাপী গৃহীত এই কর্মসুচী ইকোসিস্টেমে রিস্টোরেশন লক্ষ্য অর্জনে গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে। বৃক্ষ রোপণ এই কর্মসূচীতে দেশীয় প্রজাতি বৃক্ষসহ দ্রুত বর্ধনশীল গাছ হিসেবে বাঁশ লাগানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এখানে উল্লেখ্য যে, বাংলাদেশে বনাঞ্চল কম হলেও সামাজিক ও ব্যক্তি পর্যায়ে গাছ লাগানো বৃদ্ধি পাওয়ার ফলে মাথাপিছু গাছের সংখ্যা ৫০, যা পার্শ্ববর্তী দেশ ভারতের চাইতে বেশী। বৃক্ষরোপনের  এই উদ্যোগ সফল হলে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ বাসযোগ্য হবে বলে মনে করেন আয়োজক সংগঠন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি এডহক কমিটি।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Planting trees with the theme 'decorating the country with trees enriching Bangladesh'

Leave a comment