Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ফ্রান্সে উগ্র ডানপন্থীদের উত্থানে উদ্বিগ্ন মুসলিমরা

ইমামা খাতুন

Published: 03 July, 2024, 08:56 PM
ফ্রান্সে উগ্র ডানপন্থীদের উত্থানে উদ্বিগ্ন মুসলিমরা

প্যারিস, জুলাই: ফ্রান্সের সংসদ নির্বাচনের প্রথম ধাপে উগ্র ডানপন্থী ন্যাশনাল রালি (আরএন) দল বড় সাফল্য পেয়েছে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের মতো এবারও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট এনসেম্বলকে পেছনে ফেলেছে আরএন তবে দ্বিতীয় ধাপ শেষে তারা সরকার গঠন করতে পারবে কিনা, তা এখনও অনিশ্চিত ন্যাশনাল রালির সাফল্যে ফরাসি মুসলমানদের মধ্যে উদ্বেগ বেড়েছে মুসলিম সম্প্রদায়ের অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ২২ বছর বয়সী ফাতিমাতা বলেন, ‘আমার মনে হচ্ছে ফরাসি জনগণ আমার সঙ্গে বেইমানি করছেফাতিমাতা হিজাব পরেন এবং তার পরিবার অভিবাসী ন্যাশনাল রালির নেত্রী মেরিন ল্য প্যাঁ তার প্রচারে বহুবার ইসলাম বিরোধী বক্তব্য রেখেছেন তার দল দেশে জনসমক্ষে হিজাব নিষিদ্ধ করবে বলে প্রচার চালিয়েছে ২৫ বছর বয়সী ইলিয়াস বলেন, ‘ন্যাশনাল রালি ক্ষমতায় এলে অনেক মুসলিম ফ্রান্স ছাড়ার কথা ভাবছেন তবে আমরা যদি সবাই চলে যাই, কে প্রতিরোধ করবে?’ আলজেরীয় বংশোদ্ভূত ছাত্র তিজিরি মেসাউডেন ন্যাশনাল রালির নীতির কারণে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তার আশঙ্কা, আর হয়তো ফ্রান্সে চাকরি পাবেন না সে রবিবার প্রথম ধাপের ভোটগ্রহণের পর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রক ফলাফল ঘোষণা করে এতে ন্যাশনাল রালি পেয়েছে ৩৩ শতাংশ ভোট, বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে ২৮ শতাংশ, আর ম্যাক্রোঁর এনসেম্বল অ্যালায়েন্স পেয়েছে ২০ শতাংশ ন্যাশনাল রালি দলটি অভিবাসন-বিরোধী ইউরোপীয় ইউনিয়নের সমালোচক হিসেবে পরিচিত দলটির নেতৃত্বে রয়েছেন মেরিন ল্য প্যাঁর শিষ্য জর্ডান বারদেলা

 

Leave a comment