Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

গাজার আরও দুই স্কুলে বিমান হানায় নিহত ৩০

ইমামা খাতুন

Published: 05 August, 2024, 07:55 PM
গাজার আরও দুই স্কুলে  বিমান হানায় নিহত ৩০

গাজা, ৫ আগস্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যায়নবাদী সেনার হামলায় আরও ৩০ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ। নিহতদের মধ্যে ৮০ শতাংশই শিশু। গাজা শহরের পশ্চিমে হাসান সালামা এবং আল-নাসর স্কুলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন গাজার অসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল। স্কুল দুটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। মাহমুদ বাসাল বলেন, ‘গাজা শহরে আর নিরাপদ স্থান নেই এবং দখলদার বাহিনী পবিত্র এসব স্থানকে সম্মান করে না।’ ইসরাইলি হামলা থেকে রেহাই পায়নি গাজার শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো স্থাপনাও। এখনও পর্যন্ত ইসরাইলি হামলায় প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯২ হাজার মানুষ। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। এদিকে, গাজায় গণহত্যা ও লেবাননে হামলার প্রতিশোধ নিয়ে ইসরাইলে হামলা জারি রেখেছে ইরানপন্থী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা ইসরাইলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরাইল। হিজবুল্লাহর দাবি, এই হামলায় ইসরাইলি সেনারা নিহত ও আহত হয়েছে। হিজবুল্লাহ বলেছে, তারা ড্রোন দিয়ে আয়েলেট হাশাহারে ইসরাইলি সামরিক বাহিনীর ৯১ তম ডিভিশনের ব্যারাকে আক্রমণ করেছে। ইসরাইল এটিকে রকেট হামলা বলে বর্ণনা করেছে। ইসরাইলি বাহিনী বলেছে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে উৎক্ষেপণ করা রকেটগুলোকে আটকে দিলেও ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এদিকে, তেহরানে ইসমাইল হানিয়া এবং বেইরুটে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরের হত্যাকাণ্ডের পর যুদ্ধের আশঙ্কার মধ্যে ইতালি, ফ্রান্স ও তুরস্ক তাদের নাগরিকদের লেবানন ছেড়ে দ্রুত চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

Leave a comment