Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

খান ইউনিস শহর খালির নির্দেশ ইসরাইলের, হামলার আশঙ্কায় এলাকা ছাড়ছে ফিলিস্তিনিরা

Kibria Ansary

Published: 02 July, 2024, 09:29 PM
খান ইউনিস শহর খালির নির্দেশ ইসরাইলের, হামলার আশঙ্কায় এলাকা ছাড়ছে ফিলিস্তিনিরা

গাজা, ২ জুলাই: গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিল ইসরাইল। নেতানিয়াহু বাহিনীর এমন ঘোষণার পর শহর ছেড়ে যেতে শুরু করেছেন স্থানীয়রা। আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। ইসরাইলি হামলা থেকে বাদ যাচ্ছে না উপত্যকার কোন এলাকাই। এমনকি ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিরাও হচ্ছেন বিমান হামলার টার্গেট। এবার উপত্যকার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিল ইসরাইলি সেনাবাহিনী। বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এক বার্তায় বলেন, নিরাপত্তার স্বার্থে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে। তবে মানবিক অঞ্চল বলতে কোন জায়গাকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি।

 শহর ছেড়ে যাওয়ার নির্দেশের পর বসতভিটা ছাড়তে শুরু করেছেন খান ইউনিসের বাসিন্দারা। যে যেভাবে পারছেন নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করছেন। অনেকের আশঙ্কা, দ্রুতই শহরের পূর্বাঞ্চলে ব্যাপক মাত্রায় অভিযান শুরু করতে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। উত্তর এবং দক্ষিণাঞ্চলে ইসরাইল ও হামাসের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে দুপক্ষেই হতাহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Khan Younis city is ordered to vacate by Israel Palestinians are leaving the area due to fear of attack

Leave a comment