Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

ঘরে ঘরে ঢুকে ফিলিস্তিনিদের হত্যা, তাণ্ডব শুজাইয়া শহরে

Bipasha Chakraborty

Published: 01 July, 2024, 08:58 PM
ঘরে ঘরে ঢুকে ফিলিস্তিনিদের হত্যা, তাণ্ডব  শুজাইয়া শহরে

গাজা, ১ জুলাই: রাফাহর পাশাপাশি গাজার শুজাইয়া শহরে তাণ্ডব চালাচ্ছে বর্বর ইসরাইলি বাহিনী। হামাসের বিরুদ্ধে অভিযানের নামে ঘরে ঘরে ঢুকে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করছে যায়নবাদীরা। শুক্রবার  ফিলিস্তিনের শুজাইয়া শহরে হামাসের হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হয়। এ ঘটনার পর থেকে সেখানে রীতিমতো হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী।

শুজাইয়া শহরে হামলা চালিয়ে কমপক্ষে ৪০ জনকে হত্যা করেছে তারা। স্থল হামলার পাশাপাশি নির্বিচারে আবাসিক ভবনগুলোতে বিমান হামলাও চালানো হচ্ছে। এতে সাধারণ ফিলিস্তিনি বিশেষ করে নিরস্ত্র নারী ও শিশুরা বেশি প্রাণ হারাচ্ছে। শুজাইয়ায় রবিবার চতুর্থ দিনের মতো তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইহুদি সেনারা সেখানে কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ শুরু করেছে। হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কিন্তু ইসরাইল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহু বলেছেন, ‘আমাদের বন্দি মুক্তির পথে একমাত্র বাধা হামাস।’

Leave a comment