Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

জার্মানিতে ইসলামোফোবিক ঘটনা ১১৪ শতাংশ বেড়েছে

ইমামা খাতুন

Published: 26 June, 2024, 08:36 PM
জার্মানিতে ইসলামোফোবিক  ঘটনা ১১৪ শতাংশ বেড়েছে

 

 

বিশেষ প্রতিবেদন: জার্মানির বচুমে একটি মসজিদে স্বস্তিকা চিহ্ন এঁকে আগুন দেওয়ার চেষ্টা, সাক্সনিতে একটি মুসলিম পরিবারের বাড়ির দরজায় উগ্রপন্থীদের বন্দুক হামলা, অথবা কর্মক্ষেত্রে হিজাব পরিহিতাকে হেনস্থা, গত বছর জার্মানিতে এমন অন্তত ,৯২৬টি ইসলাম-বিদ্বেষী ঘটনা রেকর্ড করা হয়েছে এমনকি রাজধানী বার্লিনে এক মুসলিম নারীকে রেলের ট্র্যাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জানতে চাওয়া হয়েছিল, তিনি হামাসের কোনও সদস্য কি না! ইসলামবিদ্বেষ এবং মুসলিম-বিরোধী ঘটনা পর্যবেক্ষণক এনজিও নেটওয়ার্ক ক্লেইম বলছে, ২০২৩ সালে জার্মানিতে ইসলামোফোবিক ঘটনা বেড়েছে ১১৪ শতাংশ বিশেষ করে অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার চলার পর ধরনের ঘটনাগুলো আরও বেড়েছে বলেও জানিয়েছে সংগঠনটি এরপরও জার্মান কর্তৃপক্ষ এসব ঘটনা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না মনোযোগী হচ্ছে না বলে অভিযোগ  সংস্থাটির ২৪ জুন বার্লিনে এক সংবাদ সম্মেলনে ক্লেইম-এর কর্মকর্তা রিমা হানানো বলেন, ‘জনপ্রিয়তা হারানোর ভয়ে মূলধারার রাজনৈতিক দলগুলোও উগ্র ডানপন্থী ইসলাম-বিরোধী দলগুলোর মতো একই নীতি গ্রহণ করছে সম্প্রতি জার্মান রাজনীতিতে উত্থান হয়েছে উগ্র ডানপন্থী হিসাবে পরিচিত দ্য অল্টারনেটিভ ফর জার্মানি(এএফডি) নামের রাজনৈতিক দলের মুসলিমরা জার্মান সমাজভুক্ত নয় বলে মনে করে দলটি এমনকি অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিতে সরকারের ওপর চাপ দিয়ে আসছে এএফডি রিমা হানানো বলেন, ‘যারা মুসলিম কিংবা যাদের দেখতে মুসলিমদের মতো মনে হয়, তাদের জন্য এখন রাস্তা কঠিন, বাস বা মসজিদ নিরাপদ নয়তিনি আরও বলেন, ‘এরকমম বর্ণবাদ আর কখনও সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না এটি সমাজের মধ্যে থেকেই উঠে এসেছেপ্রতিবেদনে সংস্থাটি আরও  জানিয়েছে, মুসলিমদের ধর্মীয় স্থান, কবরস্থান অন্যান্য জায়গায় ঘটা এসব ঘটনার মধ্যে শুধু ৯০টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে অভিযোগকারীরা প্রকাশ্যে আসতে ভয় পাওয়ার কারণেই মোট ঘটনার ছোট্ট একটি অংশ প্রশাসনের নজরে এসেছে বলে মনে করছে সংস্থাটি ক্লেইম জানিয়েছে, বেশিরভাগ আক্রমণ ব্যক্তিপর্যায়ে মৌখিকভাবে করা হয়েছে এসব আক্রমণের শিকার হয়েছেন নারীরা এর মধ্যে চারটি হত্যাচেষ্টার ঘটনাও ছিল প্রসঙ্গত, জার্মানিতে মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে বিশেষ করে ২০১৫-১৬ সালে সিরিয়া থেকে বিপুলসংখ্যক অভিবাসী আসার কারণে মুসলিমদের সংখ্যা দেশটিতে ৫৫ লক্ষে দাঁড়িয়েছে, যা মোট জনসংখ্যার . শতাংশ এক সমীক্ষায় দেখা গেছে, প্রতি দুই জার্মান নাগরিকের মধ্যে একজন ইসলাম-বিদ্বেষী জার্মান সরকার এবং এনজিওগুলোও বলছে, অক্টোবেরর পর দেশে ইহুদিবিদ্বেষও বেড়েছে। 

 

Leave a comment