Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

কমলা হ্যারিসের নির্বাচনী সমাবেশে ‘ফিলিস্তিন মুক্ত কর’ শ্লোগানে মুখর অ্যারিজোনা

Kibria Ansary

Published: 10 August, 2024, 09:06 PM
কমলা হ্যারিসের নির্বাচনী সমাবেশে ‘ফিলিস্তিন মুক্ত কর’ শ্লোগানে মুখর অ্যারিজোনা

ওয়াশিংটন, ১০ অগাস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে নির্বাচনী সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়লেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এ সময় সমাবেশে উপস্থিত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিন মুক্ত কর' স্লোগান দিতে থাকেন। তারা বারংবার চিৎকার করে বলতে থাকেন ‘ফিলিস্তিন মুক্ত কর।’ শুক্রবার অ্যারিজোনা রাজ্যে তার নির্বাচনী সমাবেশে এমন ঘটনা ঘটে। অ্যারিজোনার গ্লেনডেল শহরের ওই নির্বাচনী সমাবেশে প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় কামালাকে থামিয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকেন, ‘ফিলিস্তিনকে মুক্ত কর’।  

কমলা তার বক্তৃতা থামিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আমি স্পষ্ট করে বলছি যে গাজায় এখন যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মি চুক্তি করার সময় হয়েছে। হ্যারিস বিক্ষোভকারীদের বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এবং আমি যুদ্ধবিরতি চুক্তি করতে এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রতিদিন চব্বিশ ঘন্টা কাজ করছি। আমি আপনাদের চাওয়াকে সম্মান করি, কিন্তু আমরা এখন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলতে এসেছি।’

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Kamala Harris campaign rally in Arizona 'Free Palestine' chants

Leave a comment