Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী হরিনি, সংসদ ভাঙলেন দিশানায়েকে

ইমামা খাতুন

Published: 25 September, 2024, 06:37 PM
শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী হরিনি,  সংসদ ভাঙলেন দিশানায়েকে

কলম্বো, ২৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করলেন হরিনি অমরাসুরিয়া।হরিনিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে বেছে নিয়ে শপথবাক্য পাঠ করান দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। এ নিয়ে শ্রীলঙ্কা তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী পেল। ৫৪ বছর বয়সী হরিনি অমরাসুরিয়া দেশটির ১৫তম প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হলেন। তিনি ৪ বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন। তিনি লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকারের বিষয়ে কাজ করার জন্য সুপরিচিত। সিরিমাভো বন্দরনায়েকে ছিলেন শ্রীলঙ্কা এবং বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরে তাঁর মেয়ে সিরিমাভো বন্দরনায়েকে কুমারতুঙ্গা প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে রাষ্ট্রপতি হন। এদিকে, ক্ষমতায় এসেই চলতি সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। আগামী ১৪ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২১ নভেম্বর পরবর্তী পার্লামেন্টের অধিবেশন আহ্বান করা হবে বলে ঘোষণায় বলা হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে ৪২ শতাংশেরও বেশি ভোট পেয়ে এবং ৩৭ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন দিশানায়েকে। তবে পার্লামেন্টে তেমন ভালো নয় প্রেসিডেন্টের দলের অবস্থা। দেশটির ২২৫ আসনের পার্লামেন্টে বর্তমানে জেভিপির মাত্র ৩ আইনপ্রণেতা রয়েছেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হরিনি অমরাসুরিয়া এই ৩ এমপির একজন।  নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই অনুরা কুমারা দিশানায়েকে বলেছেন, দেশের জনগণ যে দুর্ভোগ পোহাচ্ছেন, তা অবসানে কোনও জাদুর সমাধান তাঁর কাছে নেই। তবে এই সংকট থেকে উত্তরণে সম্মিলিত প্রচেষ্টা দরকার।



Leave a comment