Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাচ্ছেন গাজার সাংবাদিক আল-আইলা

ইমামা খাতুন

Published: 22 September, 2024, 08:18 PM
প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাচ্ছেন  গাজার সাংবাদিক আল-আইলা

গাজা, ২২ সেপ্টেম্বর: গাজার সাংবাদিক শোরুক আল আইলা ২০২৪ সালের আন্তর্জাতিক প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাচ্ছেন সাহসী সাংবাদিকতার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস(সিপিজে) বিশ্বজুড়ে প্রতি বছর সাংবাদিকদের এই পুরস্কারে সম্মানিত করে শোরুক আল আইলা একজন সাংবাদিক, প্রযোজক গবেষক গত বছরের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের হামলার খবর প্রকাশ করে আসছেন তিনি চলতি বছরের ২২ আগস্ট ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর স্বামী রোশদি সররাজ নিহত হন সে সময় এই দম্পতির শিশু কন্যাও আহত হয় এরপর আইন মিডিয়া নামের একটি স্বাধীন প্রযোজনা সংস্থার দায়িত্ব নিতে বাধ্য হন তিনি কারণ তার স্বামী এটির সহ প্রতিষ্ঠাতা ছিলেন ইসরাইলি হামলায় অসামরিক ফিলিস্তিনিদের ওপর যে প্রভাব পড়ছে তার ওপর ভিত্তি করে রিপোর্টিং করেন শোরুক বিশেষ করে জোরপূর্বক বাস্তুচ্যুতি, ফিলিস্তিনিদের জীবনযাত্রার অবস্থা এবং প্রাণঘাতী আক্রমণ থেকে বাঁচার চেষ্টা নিয়ে নানা প্রতিবেদন তৈরি করেন শোরুক আল আইলা শোরুককে এই পুরস্কারের জন্য মনোনীত করার কারণ হল তাঁর বেঁচে থাকার গল্পটি গাজার সাংবাদিকদের সাহসকে প্রতিফলিত করছে অকুতোভয় এই সাংবাদিকরা ইসরাইলি বাহিনীর হাতে নির্যাতন, হত্যা এবং গ্রেফতারের মুখোমুখি হওয়া সত্ত্বেও সংবাদ প্রচার থামাচ্ছেন না সিপিজের তথ্যানুযায়ী, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হাতে অন্তত ১১৬ জন সাংবাদিক মিডিয়া কর্মী নিহত হয়েছেন উল্লেখ্য, ২১ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারটি দেওয়া হবে শোরুক আল আইলাকে গুয়াতেমালা, নাইজার রাশিয়ার কয়েকজন সাংবাদিকও মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি পাচ্ছেন  

 

Leave a comment