Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ইব্রাহিমি মসজিদে আযানে বাধা ইসরাইলের, চলছে ইসলাম-বিরোধী কার্যকলাপ

ইমামা খাতুন

Published: 25 September, 2024, 06:49 PM
ইব্রাহিমি মসজিদে আযানে  বাধা ইসরাইলের, চলছে  ইসলাম-বিরোধী কার্যকলাপ

হেব্রন, ২৫ সেপ্টেম্বর: কয়েক সপ্তাহ আগে অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছিল ইসরাইলি বাহিনী মসজিদে মুসলিমদের নামায পড়তে দেওয়া হচ্ছিল না হেব্রনে যাতে কোনও মুসল্লি প্রবেশ না করতে পারে তার জন্য আবাসিক ভবনের ছাদে মোতায়েন করা হয়েছিল ইসরাইলি স্নাইপারদের সেই ঘটনার কয়েক সপ্তাহ পর এবার পবিত্র ইব্রাহিমি  মসজিদে টানা আটদিন ধরে ফজরের আযানে বাধা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ এমনকি মসজিদ চত্বরে নাচ-গানের আয়োজন করছে দখলদার বাহিনী মঙ্গলবার ফিলিস্তিনের ওয়াকফ ধর্ম বিষয়ক মন্ত্রক তথ্য দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সূত্রের খবর, ইসরাইলি কর্তৃপক্ষ এখনও ইব্রাহিমি মসজিদে মুসলিমদের প্রবেশে বাধা দিচ্ছে সোমবার একজন বিদেশি কূটনীতিককেও মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি ইসরাইল ধীরে ধীরে মসজিদটি দখল করে নিচ্ছে এবং তা অপবিত্র করে তুলছে,’ এমনই অভিযোগ করেছে ওয়াকফ পরিষদ ফিলিস্তিনি ওয়াকফ আরও জানায়, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ইব্রাহিমি মসজিদের বিভিন্ন অংশ স্থায়ী অস্থায়ীভাবে দখল করে নিয়েছে গত সোমবার রাতে তারা সেখানে একটি কনসার্টেরও আয়োজন করে ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা ইসরাইলি কর্তৃপক্ষের এমন কার্যকলাপ বন্ধ করতে মুসলিমদের পবিত্র স্থানে যায়নবাদীদের উপস্থিতি বন্ধে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেছে

 

Leave a comment