Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

পবিত্র বায়তুল মুকাদ্দাসকে রক্ষার আহ্বান বহু দেশের

ইমামা খাতুন

Published: 30 August, 2024, 08:33 PM
পবিত্র বায়তুল মুকাদ্দাসকে  রক্ষার আহ্বান বহু দেশের

বিশেষ প্রতিবেদন: সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে যায়নবাদীরা ইসরাইলের এক উগ্রবাদীমন্ত্রী সেখানে সিনাগগ (ইহুদি উপাসনালয়) বানাতে চেয়েছেন আরও এক ইহুদি মন্ত্রী আল-আকসা চত্বরে তাণ্ডব চালাতে সরকারের অনুমোদন চেয়েছেন এসব খবরে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব ইসরাইলি সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে নানা মহলে বহু দেশ এরই মধ্যে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো এবং বেশ কয়েকটি দেশ মসজিদুল আকসা সম্পর্কে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এবং এই পবিত্র স্থানটির ঐতিহাসিক আইনি মর্যাদাকে সম্মান করার ডাক দিয়েছে ইসরাইলি উগ্রবাদী মন্ত্রী বেন গভির সম্প্রতি এক ঘোষণা জানান, আল-আকসা মসজিদ এলাকায় ইহুদিদের জন্য পৃথক একটি উপাসনালয় নির্মাণ করতে চান এদিকে, আল-আকসা চত্বরে ভাঙচুর চালাতে ইসরাইলের ঐতিহ্যবিষয়ক মন্ত্রীকে পাঁচ লক্ষ ডলার দিতে চেয়েছে তেল আবিব সরকার ইসরাইলের এই ঘোষণার পর ইরানের বিদেশমন্ত্রী নাসের কানয়ানি বলেছেন, ‘ইসরাইলি মন্ত্রিসভা আল-আকসা মসজিদ নিয়ে তার বিদ্বেষপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে তারা এতদূর এগিয়েছে যে, নির্লজ্জভাবে আল-আকসা মসজিদে ইহুদিদের জন্য একটি সিনাগগ নির্মাণের কথা বলছে ইরান পরিকল্পনার তীব্র নিন্দা জানায়এদিকে, জর্ডানের বিদেশমন্ত্রী আয়মান আল-সাফাদি এক বার্তায় লিখেছেন, ‘আল-আকসা মসজিদের পবিত্র স্থানগুলিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করার জন্য রাষ্ট্রসংঘকে জরুরি পদক্ষেপ নিতে হবে যায়নবাদী শাসকরা বিদ্বেষমূলক মতাদর্শ অবলম্বন করে আল-আকসা মসজিদের প্রকৃতি ধ্বংসের চেষ্টা করছেসউদি আরবের বিদেশমন্ত্রকও আল-আকসায় সিনাগগ নির্মাণ নিয়ে দেওয়া ইসরাইলি মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেছে, ‘বারংবার মুসলিমদের অনুভূতিতে আঘাতকে সহ্য করবে না মুসলিম বিশ্বআল-আকসা মসজিদের ঐতিহাসিক আইনি মর্যাদাকে সম্মান করার ওপর জোর দিয়েছে রিয়াধ মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষও ইসরাইলি মন্ত্রী বেন গভিরের ব্যক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে, অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনার অংশ হিসাবেই ইসরাইল পদক্ষেপ নিয়ছেফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদে হামলার জন্য ইসরাইল সরকারেরর তহবিল বরাদ্দের সিদ্ধান্ত আঞ্চলিক উত্তেজনাকে আরও বৃদ্ধি করবে ইসরাইল আগুন নিয়ে খেলছে এবং অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ইসরাইলকে এর জন্য চরম মূল্য দিতে হবেবিশ্বের মুসলিম দেশগুলির আন্তর্জাতিক সংগঠন ওআইসিকেও বিষয়ে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস ইসলামি সহযোগিতা সংস্থার ৫৭টি সদস্য রাষ্ট্রকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে ইসরাইলের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষার আহ্বান জানিয়েছে গাজার শাসকদল

 

Leave a comment