Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

১০০ টন মরা মাছ ভাসছে গ্রিক বন্দরে, গন্ধে পালাচ্ছে পর্যটকরা!

ইমামা খাতুন

Published: 30 August, 2024, 08:29 PM
১০০ টন মরা মাছ ভাসছে গ্রিক  বন্দরে, গন্ধে পালাচ্ছে পর্যটকরা!

ভোলোস, ৩০ আগস্ট: গ্রিসের মধ্যাঞ্চলের একটি সমুদ্রবন্দরে প্রায় ১০০ টন মরা মাছ ভেসে  উঠেছে এখন সেই মাছের দুর্গন্ধে টিকতে পারছে না স্থানীয় মানুষজন পর্যটকরা স্বভাবতই ব্যাপক ক্ষতির শিকার হয়েছে গ্রিক অঞ্চলটি সমুদ্রবন্দরের বিশাল এলাকাজুড়ে ভেসে ওঠা মরা মাছগুলি সরাতে নাকানিচোবানি খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ মাছেদের মৃত্যু ঘটনায় আঞ্চলিক গভর্নর জরুরি অবস্থা জারি করেছেন স্থানীয়রা বলছেনবন্দরে মরা মাছ ভেসে ওঠায় তাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে সূত্রের খবর, গত মঙ্গলবারই ভোলোসের সৈকতে ভেসে ওঠা ৫৭ টন মরা মাছ সরাতে হিমশিম খায় কর্তৃপক্ষ এখনও সেই মাছ সাফাইয়ের অভিযান চলছে কিন্তু কীভাবে এত পরিমাণে মাছ মারা গেল? কর্তৃপক্ষ বলছে, ঐতিহাসিক বন্যার কারণে মিঠাপানির সব মাছ সমুদ্রে চলে যাওয়ায় তারা আর বাঁচতে পারেনি বিশ্লেষকরা বলছেন, ভোলোসের সমুদ্রের দিকে যেতে নদীর মুখে কোনও জাল লাগানো না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে মিঠা পানির মাছ নোনতা পানির সংস্পর্শে আসার পরই মারা গেছে প্রসঙ্গত, রাজধানী এথেন্স থেকে উত্তর দিকে অবস্থিত থেসালি অঞ্চলের ভোলোস নামের বন্দরটি নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ল গত বছর সেখানে দেখা দিয়েছিল ভয়াবহ এক বন্যা বন্যায় ভোলোসের একটি লেক পানিতে পূর্ণ হয়ে যায় ম্যালেরিয়ার সংক্রমণ কমাতে ১৯৬২ সালে লেকটির পানি সরিয়ে ফেলা হয়েছিল

Leave a comment