Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

আরও বাড়ল কমলার জনসমর্থন, গভীর  চিন্তায় ট্রাম্প শিবির

ইমামা খাতুন

Published: 20 August, 2024, 07:41 PM
আরও বাড়ল কমলার জনসমর্থন, গভীর  চিন্তায় ট্রাম্প শিবির

ওয়াশিংটন, ২০ আগস্ট: প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, জনসমর্থন ততই বাড়ছে আমেরিকার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মার্কিন প্রেসিডেন্ট পদে ক্রমেই গ্রহণযোগ্যতা বাড়ছে এই ডেমোক্র্যাট প্রার্থীর এপি-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের মধ্যে প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন অর্থাৎ, সময়ের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত কমলার পালে হাওয়া জোরালো হচ্ছে সমীক্ষার এই তথ্য রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে এতে অস্বস্তি দেখা গিয়েছে ট্রাম্প শিবিরেও জো বাইডেন সরে দাঁড়ানোয় প্রেসিডেন্ট পদের লড়াইয়ে উঠে আসে কমলার নাম তখন প্রশ্ন ছিল, ট্রাম্পের বিরুদ্ধে কমলা কি শেষপর্যন্ত পেরে উঠবেন? কিন্তু সাম্প্রতিক সমীক্ষার ফল ডেমোক্র্যাট শিবিরে স্বস্তি এনে দিয়েছে কারণ, যে পরিস্থিতিতে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন, সেখান থেকে কমলার নেতৃত্বে দল এখন অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছে আগামী দিনে এই পরিস্থিতি আরও ইতিবাচক হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দেখা যাচ্ছে, প্রচারে কমলার বিরুদ্ধে যতই ব্যক্তিগত আক্রমণ শানাচ্ছেন ট্রাম্প, ততই তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েছে ওয়াকিফহাল মহলের মতে, সাধারণ মানুষ কমলা সম্পর্কে যত জানছেন, পরিচিত হচ্ছেন, ততই তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ডেমোক্র্যাট, নির্দল এবং ৩০ বছরের কম তরুণদের মধ্যে কমলার গ্রহণযোগ্যতা বেড়েছে গত জুনে ওই অংশের তরুণদের মধ্যে ৩৪ শতাংশের সমর্থন ছিল কমলার পক্ষে সাম্প্রতিক সমীক্ষায় তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ তবে, শ্বেতাঙ্গ পুরুষ ভোটারদের সমর্থন হ্যারিসকে চিন্তায় রেখেছে

Leave a comment