Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

পাকিস্তানে বিলুপ্ত হচ্ছে ২৮ সরকারি বিভাগ ও দেড় লক্ষ পদ!

ইমামা খাতুন

Published: 18 August, 2024, 08:41 PM
পাকিস্তানে বিলুপ্ত হচ্ছে ২৮ সরকারি বিভাগ ও দেড় লক্ষ পদ!

ইসলামাবাদ, ১৮ আগস্ট: রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটেও টালমাটাল গোটা পাকিস্তান মূল্যস্ফীতিতে আক্রান্ত দেশটিতে বর্তমানে কৃচ্ছ্রসাধন নীতি অবলম্বন করছে পাকিস্তান সরকার এর অংশ হিসেবে প্রশাসনিক ব্যয় কমাতে সরকারের ৫টি মন্ত্রকের ২৮টি বিভাগ দেড় লক্ষ সরকারি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার

 

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে কাশ্মীরবিষয়ক গিলগিট-বালতিস্তান, রাজ্য সীমান্ত অঞ্চল, তথ্য প্রযুক্তি টেলিযোগাযোগ, শিল্প উৎপাদন এবং জাতীয় স্বাস্থ্য পরিষেবা, এই মন্ত্রকের অধীন থাকা ২৮টি প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে বন্ধ করা বা বেসরকারিকরণ করা কিংবা তাদের কোনও কোনও বিভাগকে গুচ্ছ কার্যক্রমের আওতায় আনার সুপারিশ করা হয়

 

 এছাড়া এই মন্ত্রকের ১২টি প্রতিষ্ঠানকে একীভূত করার প্রস্তাবও করা হয় বৈঠকে যেমন, কাশ্মীর গিলগিট-বালতিস্তান বিষয়ক মন্ত্রককে দেশটির রাজ্য সীমান্ত অঞ্চলবিষয়ক মন্ত্রকের সঙ্গে একীভূত করার প্রস্তাব করা হয় পাশাপাশি বিভিন্ন দফতরের প্রায় দেড় লক্ষ শূন্য পদ বিলুপ্ত করার বিষয়েও সিদ্ধান্তও নেওয়া হয়

 

এর আগে প্রশাসনিক সংস্কার করতে একটি কমিটি গঠন করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মূলত এই কমিটির সুপারিশের আলোকেই এসব সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচের বোঝা কমানো এবং জনসাধারণকে আরও উন্নত সেবা দেওয়া

 

Leave a comment