Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

আদালতের রায়ে ক্ষমতাচ্যুত থাই প্রধানমন্ত্রী

ইমামা খাতুন

Published: 14 August, 2024, 08:04 PM
আদালতের রায়ে  ক্ষমতাচ্যুত  থাই প্রধানমন্ত্রী

ব্যাঙ্কক, ১৪ আগস্ট: ক্ষমতাচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি সংবিধান ভঙ্গ করেছেন বলে এক রায়ে জানিয়েছে দেশটির আদালত ফলে আর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন না স্রেথা থাভিসিন গত সপ্তাহে দেশটির জনপ্রিয় রাজনৈতিক দল প্রগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টিকে নিষিদ্ধ করে রায় দিয়েছিল একই আদালত দলটির নেতাদের রাজনীতি থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় দলটি গত বছরের সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছিল আদালতের এমন রায়ের কারণে গভীর রাজনৈতিক সংকটে পড়ল থাইল্যান্ড দেশটির সাংবিধানিক আদালতের রায়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন জেলখাটা আইনজীবী পিচিট চুয়েনবানকে সরকারি দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন আদালতের বিচারকের মধ্যে পাঁচজনই প্রধানমন্ত্রী স্রেথাকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দেন প্রধানমন্ত্রী জেনেশুনেই একজন নীতিহীন ব্যক্তিকে সরকারে নিয়োগ দিয়েছিলেন বলে জানায় আদালত  

 

Leave a comment