Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

হাসিনাকে সরাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই : হোয়াইট হাউস

ইমামা খাতুন

Published: 13 August, 2024, 06:41 PM
হাসিনাকে সরাতে যুক্তরাষ্ট্রের  ভূমিকা নেই : হোয়াইট হাউস

হোয়াইট হাউস, ১৩ আগস্ট: ছাত্র-জনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তাঁর দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক এই পটপরিবর্তনের পর অনেকেই বলছিলেন, এই ক্ষমতাচ্যুতির জন্য নাকি যুক্তরাষ্ট্র দায়ী। হাসিনাকে সরাতে কলকাঠি নাড়া হয়েছিল ওয়াশিংটন থেকে! তবে সেসব জল্পনা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়ের। বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘মিথ্যা’ বলেছেন তিনি। বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেন, ‘আমাদের আদৌ কোনও সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনও প্রতিবেদনে বলা হয় তবে তা নিছক মিথ্যা।’ বাংলাদেশে অচলাবস্থার পর সম্প্রতি একচি ভারতীয় পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা নাকি বলেছেন আমেরিকার জন্যেই তাঁর সরকার পড়ে গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়। এই জল্পনার মাঝেই হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে আমেরিকার কোনও সম্পর্ক নেই। হাসিনা সরকারের পতনে আমেরিকার যোগ থাকার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। ওখানে যা ঘটেছে তা বাংলাদেশের জনগণের কারণে ঘটেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণই বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

Leave a comment