Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

অপরাধীদের বিচার করতেই হবে, নাহলে আমরা মুক্তি পাবো না: ড. মুহাম্মদ ইউনূস

Kibria Ansary

Published: 12 August, 2024, 08:38 PM
অপরাধীদের বিচার করতেই হবে, নাহলে আমরা মুক্তি পাবো না: ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, ১২ অগাস্ট: অপরাধী তাদের বিচার করতেই হবে। তা না হলে আমরা মুক্তি পাবো না। সোমবার এমনটাই বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশেবাসীকে সর্তক করে তিনি বলেছেন, যে নিরপরাধ তার ওপরে কোন রকমের অপবাদ লাগিয়ে দিয়ে, অত্যাচার চালিয়ে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে না যাই। তিনি বলেন, যখন অ্যাকশন নেয়া শুরু হবে, তখন সবার সমর্থন চাই।

শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি আমরা। আমরা যাতে এক হতে পারি। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা আমরাই। আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না।’ এ সময় গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে মহাকাব্যের নায়ক হিসেবে আখ্যায়িত করেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ‘আবু সাঈদ নিজেই তার মহাকাব্য রচনা করে গেছে। সে পুরো একটা জাতিকে দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে। বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি। সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, মুক্ত জাতি বলতেছি -- এটা  ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পৌঁছেছি। এ বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কী উপায় সেটা জানার জন্যই রংপুরে এসেছি। আবু সাঈদের কাছে এসেছি, তার কাছে মাফ চেয়েছি। তোমাকে আমরা এ বর্বরতা থেকে মুক্তি দিতে পারিনি। ভবিষ্যতে যেন এটা আর না হয়, তা আমরা নিশ্চিত করবো।’

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Criminals must be prosecuted Dr. Muhammad Yunus

Leave a comment