Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বড় যুদ্ধের আশঙ্কা, ইয়েমেন-লেবাননের সশস্ত্র গোষ্ঠীরা একযোগে হামলা চালাতে পারে ইসরাইলে

Kibria Ansary

Published: 22 July, 2024, 09:17 PM
বড় যুদ্ধের আশঙ্কা, ইয়েমেন-লেবাননের সশস্ত্র গোষ্ঠীরা একযোগে হামলা চালাতে পারে ইসরাইলে

পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ ও লেবানন-ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। যেকোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলার পর ইসরাইলে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।

গাজায় বর্বরতার মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহরা লোহিত সাগরে চলাচলরত ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে একের পর এক হামলা চালায়। এতে বিক্ষুব্ধ হয়ে আনসারুল্লাহদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের সানায় বেশ কয়েকবার বিমান হামলা চালায় মার্কিন জোট। তবে এবারই আনসারুল্লাহদের অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইসরাইলি বাহিনী। শনিবার (২০ জুলাই) হুতিদের অবস্থান লক্ষ্য করে হুদেইদাহ বন্দরে হামলা চালায় তেল আবিব।

হুদেইদাহতে হামলার কয়েক ঘণ্টা পরই ইসরাইলকে লক্ষ্য করে সতর্কবার্তা দেয় ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ। এর জেরে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে দ্বিধাবোধে করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

আনসারুল্লাহদের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই রবিবার ওয়াশিংটন সফরে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কর্মকর্তারা জানায়, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। সাক্ষাতে ইসরাইলের বর্তমান পরিস্থিতি এবং উদ্ভূত নতুন উত্তেজনার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দুই নেতার।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Fear of a major war armed groups of Yemen and Lebanon may attack Israel simultaneously

Leave a comment