Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

কোথায় যাবেন হাসিনা, আশ্রয় খুঁজছেন সউদি-আমিরশাহীতে?

ইমামা খাতুন

Published: 07 August, 2024, 08:57 PM
কোথায় যাবেন হাসিনা, আশ্রয়  খুঁজছেন সউদি-আমিরশাহীতে?

বিশেষ প্রতিবেদন: পদত্যাগ ও দেশত্যাগের পর এখনও ভারতে অবস্থান করছে শেখ হাসিনা। তবে তার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে, সেটা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিভিন্ন সূত্রে খবর, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন অন্যান্য বিকল্পগুলি খুঁজে দেখছেন। ইতিমধ্যে ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা। ফলে এখন তিনি এখন সংযুক্ত আরব আমিরশাহী, সউদি আরব বা ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। তবে শেখ হাসিনা 'কোথাও আশ্রয়' চাননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার হাসিনার ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র। তবে এই দাবির সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনও মন্তব্য করেনি। ভারতের কর্মকর্তারা জানান, অল্প সময়ের নোটিশে ঢাকা ছেড়ে আসা হাসিনাকে সাময়িক আশ্রয় দিয়েছে নয়াদিল্লি। কর্মকর্তারা আরও জানান, হাসিনা ও তার বোন শেখ রেহানাকে একটি 'সেফহাউসে' রাখা হয়েছে। মঙ্গলবার ভারতের রাজ্যসভা ও লোকসভায় দেওয়া বক্তব্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারতের সঙ্গে ঢাকা কতৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের সঙ্গে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের যোগাযোগ চলছে। জানা গেছে, আরও কয়েকদিন ভারতে থাকবেন শেখ হাসিনা। তবে কতদিন পর্যন্ত তাকে থাকার অনুমতি দেবে নয়াদিল্লি, তা স্পষ্ট নয়। 

Leave a comment