Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

আর কোনো সংঘাত চাই না: আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান শেখ হাসিনা

Kibria Ansary

Published: 03 August, 2024, 05:27 PM
আর কোনো সংঘাত চাই না: আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান শেখ হাসিনা

ঢাকা, ৩ অগাস্ট: কোটা বিরোধী আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গণভবনের দরজা সব সময় খোলা। আর কোনো সংঘাত চাই না। তাদের সঙ্গে আলোচনায় বসতে চাই। তাদের কথা শুনতে চাই। শনিবার দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।’

এছাড়া চলমান আন্দোলনের ইস্যুতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা৷ তিনি বলেন, সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সেইসঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে৷ সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে একমত প্রকাশ করেন উপস্থিত পেশাজীবী নেতারা৷

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

No more confrontation want to sit in the discussion Seikh Hasina

Leave a comment