Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

কিশোরীদের এক- চতুর্থাংশই সঙ্গীর সহিংসতার শিকার!

ইমামা খাতুন

Published: 31 July, 2024, 07:24 PM
কিশোরীদের এক- চতুর্থাংশই সঙ্গীর সহিংসতার শিকার!

জেনেভা, ৩১ জুলাই: প্রেমের সম্পর্কে কিশোরীদের প্রায় এক-চতুর্থাংশই শারীরিক ও যৌন সহিংসতার শিকার হয়। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ধরনের সহিংসতা রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ১৫৪টি দেশ ও অঞ্চলের ১৫ থেকে ২৪ বছর বয়সী কয়েক হাজার কিশোরীর ওপর সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষায় দেখা গেছে, ঘনিষ্ঠ সঙ্গীর কাছ থেকে অন্তত একবারের জন্য হলেও সহিংসতার শিকার হয়েছে ২৪ শতাংশ কিশোরী। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলেছে এ সমীক্ষা। সমীক্ষা প্রতিবেদনের প্রধান রচয়িতা লিনমারি সারডিনহা বলেন, সঙ্গীর সঙ্গে সম্পর্কে ফাটলের কারণে কিশোরীরা মানসিকভাবে ভেঙে পড়ে ও এমন পরিস্থিতিতে তারা কোনও সহায়তা পায় না। সহিংসতা ও নারী অধিকারের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক আছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়। এতে বলা হয়, যেসব দেশে তরুণী ও নারীরা শিক্ষার সুযোগ কম পান এবং উত্তরাধিকার আইনে বৈষম্যের শিকার হন, সেসব দেশে সহিংসতার মাত্রা বেশি। লিনমারি সারডিনহা বলেন, ‘আমি অনেক বেশি অবাক হয়েছি কারণ, যে বিপুলসংখ্যক কিশোরী এরই মধ্যে সহিংসতার শিকার হয়েছে তা তাদের ২০তম জন্মদিনের আগেই।’ সমীক্ষার তথ্য অনুযায়ী, সহিংস আচরণগুলোর মধ্যে রয়েছে লাথি, আঘাত, ধর্ষণ ও ধর্ষণচেষ্টাসহ নানা ধরনের যৌন নিপীড়ন। ‘হু’র বিশ্লেষণে দেখা গেছে, সহিংসতার হার সবচেয়ে বেশি ওশেনিয়া অঞ্চলে। এরপরই আফ্রিকা মহাদেশের অবস্থান। পাপুয়া নিউগিনির ৪৯ শতাংশ কিশোরী ঘনিষ্ঠ সঙ্গীর কাছ থেকে সহিংসতার শিকার হয়। কঙ্গোর ৪২ শতাংশ কিশোরী এমন সহিংসতার শিকার। 

Leave a comment