Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ইসরাইলকে অলিম্পিকে নিষিদ্ধ করার ডাক দিলেন ম্যান্ডেলার নাতি

Kibria Ansary

Published: 23 July, 2024, 10:13 PM
ইসরাইলকে অলিম্পিকে নিষিদ্ধ করার ডাক দিলেন ম্যান্ডেলার নাতি

প্যারিস, ২৩ জুলাই: ফিলিস্তিনের স্বাধীনতা ও ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে সরব হলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার নাতি কোসি ওয়েলিভলিল ম্যান্ডেলা। আসন্ন প্যারিস অলিম্পিকে ইসরাইলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক আন্দোলনকে তীব্র করে তোলার ডাক দিয়েছেন। রুশ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ম্যান্ডেলার নাতি বলেন, ‘বণবাদী ইসরাইলের’ বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও ছোটখাটো সংস্থা থেকে শুরু করে সংহতি আন্দোলনগুলিকে গর্জে উঠতে হবে। তাঁর কথায়, ‘আমরা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা আজ প্যারিসে জমা হয়েছি ইসরাইলকে অলিম্পিকে নিষিদ্ধ করার ডাক দিতে।’ তিনি জানান, ফিলিস্তিনের সমর্থনে প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও হাজার হাজার মানুষ পথে নেমে আসছেন।’ আরও বলেন, ‘অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সবচেয়ে বড় প্রতিবাদের জন্য আমরা তৈরি যা হতে চলেছে ২৬ জুলাই’। অলিম্পিক শুরুর দিন সব সিভিল সোসাইটি দল, লেবর দল ও অন্যান্য সংগঠনকে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে কোসি ম্যান্ডেলা। তিনি জানান, অলিম্পিকে ৪০০-রও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদের যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের হত্যা করা হয়েছে। তাদের প্রশিক্ষক ও সহকর্মীদেরও হত্যা করেছে ইসরাইল। ফিলিস্তিনের খেলার মাঠ ও স্টেডিয়ামগুলিকেও ইসরাইল ধ্বংস করেছে বলে জানান ম্যান্ডেলা। ইসরাইলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে যায়নবাদী দেশটিকে অংশগ্রহণ না করতে দেওয়ার ডাক দিচ্ছি।’

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Mandela's grandson called Israel to be banned from the Olympics

Leave a comment