Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নিহত হামাস প্রধান, নৈপথ্যে কি ইসরাইল?

Kibria Ansary

Published: 31 July, 2024, 01:07 PM
নিহত হামাস প্রধান, নৈপথ্যে কি ইসরাইল?

তেহরান, ৩১ জুলাই: নিহত হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন বলে খবর। এসময় তার এক দেহরক্ষীও নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে হামাস।

আলজাজিরা এক প্রতিদেবনে জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হানিয়া তেহরানে গিয়েছিলেন। তবে, হানিয়াকে কীভাবে খুন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরান। তেহরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে হামাস। তাতে বলা হয়েছে, তেহরানে নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। এদিকে, ইসমাইল হানিয়াকে হত্যার জন্য এরইমধ্যে ইসরাইলকে দুষতে শুরু করেছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বিশ্লেষকেরা। তবে, এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি দেশটি।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Killed Hamas leader Palestine Isreal

Leave a comment