Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

লেবাননে ইসরাইলি ড্রোন হামলা নিহত ২, শান্তি রক্ষার আহ্বান আন্তর্জাতিক মহলের

Kibria Ansary

Published: 29 July, 2024, 08:42 PM
লেবাননে ইসরাইলি ড্রোন হামলা নিহত ২, শান্তি রক্ষার আহ্বান আন্তর্জাতিক মহলের

বৈরুট, ২৯ জুলাই: লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালাল ইসরাইল। ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার এই হামলা চালিয়েছে ইসরাইলি সেনা বলে জানিয়েছে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে গত শনিবার রকেট হামলার ঘটনায় ১২ জন নিহত হয়। সেই ঘটনার পর থেকে উত্তেজনার পারদ চড়ছিল। চলমান উত্তেজনার মধ্যে ড্রোন হামলা চালাল নেতানিয়াহুর বাহিনী। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্তা বলেন, সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় আহত তিনজনের মধ্যে এক নবজাতকও আছে। নিহত ব্যক্তিরা হিজবুল্লাহর যোদ্ধা নাকি বেসামরিক নাগরিক, তা জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সোমবার পশ্চিমাঞ্চলীয় গালিলি এলাকায় একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি লেবানন থেকে এসেছে বলে দাবি তাদের।

উল্লেখ্য, গত শনিবার গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে ওই রকেট হামলা হয়। হামলার জন্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। এমন অবস্থায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Israeli drone attack Lebanon kills 2 calls for peace international community

Leave a comment