Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

শ্রীলঙ্কান স্টাইলে হাসিনার বাড়ি দখলের ষড়যন্ত্র হয়েছিল: কোটা আন্দোলন নিয়ে অভিযোগ পরিবহণ মন্ত্রীর

Kibria Ansary

Published: 28 July, 2024, 10:27 PM
শ্রীলঙ্কান স্টাইলে হাসিনার বাড়ি দখলের ষড়যন্ত্র হয়েছিল: কোটা আন্দোলন নিয়ে অভিযোগ পরিবহণ মন্ত্রীর

ঢাকা, ২৮ জুলাই: কোটা বিরোধী আন্দোলনে কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার জন্য লন্ডনে পলাতক ব্যক্তি (তারেক রহমান)... শ্রীলঙ্কান স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট করেছিল। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করতো। এটাই ছিল তাদের পরিকল্পনা।

সড়ক ও পরিবহণ মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রীর কারফিউ লাগানোর সিদ্ধান্তের পর সেনাবাহিনী সড়কে নামলেও কোথাও একটাও গুলিও ছুড়েনি। অথচ হাজার হাজার মানুষ মেরে ফেলার অপবাদ দেয়া হচ্ছে। বিএনপি-জামায়াতের হামলাকারীরা এ দেশের উন্নয়ন ধ্বংস করতে মরিয়া। বাংলাদেশকে নিরাপদ করতে এই অপশক্তিকে বিতাড়িত করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Conspiracy to occupy Hasina's house Sri Lankan style Transport minister complains about quota movement

Leave a comment