Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

গাজায় ৪৬ ইহুদি জিম্মিকে হত্যা দায় স্বীকার করল ইসরাইল

Kibria Ansary

Published: 23 July, 2024, 10:24 PM
গাজায় ৪৬ ইহুদি জিম্মিকে হত্যা দায় স্বীকার করল ইসরাইল

তেল আবিব, ২৩ জুলাই: গাজায় হামাসের কাছে জিম্মি থাকা কয়েক ডজন ইহুদি বন্দিকে হত্যার কথা স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনা জানিয়েছে, গত ডিসেম্বরে চালানো হামলায় দুই ইহুদি বন্দি গাজায় নিহত হয়। ইসরাইল তার সেনাদের হাতেই এসব বন্দির নিহত হওয়ার খবর প্রচারের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ বিষয়ে ইসরাইলি মিডিয়া জানাচ্ছে, গাজায় অবশিষ্ট মোট ১২০ বন্দির মধ্যে ৪৬ জনই ইসরাইলি হামলায় নিহত হয়েছে। এর আগে হামাস আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড  ইহুদি বন্দিদের পরিবারের উদ্দেশে এক বার্তায় ঘোষণা করেছিল, সেনাবাহিনী আপনাদের সঙ্গে প্রতারণা করছে এবং তারা কেবল বন্দিদের কফিনে করে ফিরিয়ে নিতে চায়। এর আগে যুদ্ধ চলাকালীনই এক বন্দি-বিনিময় ও অস্থায়ী যুদ্ধ-বিরতি চুক্তির আওতায় প্রায় ১০০ ইসরাইলি বন্দিকে মুক্তি দেয় হামাস। এরপর থেকেই বাকি ইসরাইলি বন্দিদের মুক্ত করতে সামরিক শক্তি প্রয়োগ করেছে ইসরাইল।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Israel admits responsibility killing 46 Jewish hostages in Gaza

Leave a comment