Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ চান ড. ইউনূস

ইমামা খাতুন

Published: 22 July, 2024, 08:33 PM
গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ  বাংলাদেশ চান ড. ইউনূস

 

 

ঢাকা, ২২ জুলাই: বাংলাদেশের গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে এবং চলমান হত্যাকাণ্ড বন্ধ দোষীদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ . মুহাম্মদ ইউনূস চলমান ছাত্র আন্দোলনে ছাত্রলিগ, পুলিশ এবং বিজিবি গুলিতে এখনও পর্যন্ত ১১৫-রও বেশি নিহত এবং ৭০০ন আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানান তিনি . মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশি ছাত্র অন্যান্য নাগরিকদের দেশব্যাপী হত্যায় এবং ২২ জুলাই পর্যন্ত তিনদিনের চলমান কারফিউয়ে বাংলাদেশ এমন এক সংকটে নিমজ্জিত হয়েছে যা দিন দিন অবনতির দিকে যাচ্ছে পুলিশ এবং বর্ডার গার্ডের (বিজিবি) আক্রমণ শিকার হয়ে অনেকে নিহত এবং আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হতাহতদের মধ্যে হাইস্কুলের শিক্ষার্থীরাও রয়েছে অবস্থায় বিশ্ব নেতৃবৃন্দ এবং রাষ্ট্রসংঘসহ অন্যরা যেন নিরপেক্ষ তদন্ত নিশ্চিতে নিজেদের ক্ষমতা অনুযায়ী পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসেনবিবৃতিতে . ইউনুস আরও বলেন, ‘বাংলাদেশে ইন্টারনেট টেলিফোন পরিষেবা বন্ধ করা হয়েছে, তাই আমার আবেদন দেশের নাগরিক বা বিশ্ব নেতাদের কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে এজন্যই বিষয়ে সোচ্চার হতে আমি বিশ্ব নেতৃবৃন্দ রাষ্ট্রসংঘের কাছে আবদেন জানাচ্ছিতিনি বলেন, ‘অপ্রয়োজনীয় এই হত্যাযজ্ঞের অবসান ঘটাতে আমি সারা বিশ্বে আমার শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা সবাই স্বনির্ভর, গণতান্ত্রিক শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার কাজে ফিরে যেতে চাই এটাই আমাদের স্বপ্ন

 

Leave a comment