Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বাংলাদেশ কোটা সংস্কার বিক্ষোভ: 'গুলি চালান ফটো তুলব' বলা সাংবাদিক'কে সাময়িক বরখাস্ত 'সময় নিউজ' খবরের

ইমামা খাতুন

Published: 19 July, 2024, 03:04 PM
বাংলাদেশ কোটা সংস্কার বিক্ষোভ:  'গুলি চালান ফটো তুলব' বলা সাংবাদিক'কে সাময়িক বরখাস্ত 'সময় নিউজ' খবরের

পুবের কলম,ওয়েবডেস্ক:  কোটা সংস্কার বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই আন্দোলন। কমপ্লিট শাটডাউন ওপার বাংলা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পুলিশের গুলিতে 'শহিদ' হয়েছে ৩৯ জন পড়ুয়া। যদিও অসমর্থিত সূত্রে খবর, এই সংখ্যাটা আরও বেশি।  পড়ুয়া, পথচারী, সাংবাদিক সহ এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮-তে। এই অবস্থায় এক আপত্তিকর ও বর্বোরোচিত ভিডিয়ো সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। যাতে 'সময়-নিউজ' এর এক সাংবাদিক'কে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে 'গুলি চালান, আমি ফটো ও ভিডিয়ো তুলবো। সাংবাদিকের কথার 'মান্যতা' দিতে গিয়ে কয়েক রাউন্ড গুলি'ও চালান ওই পুলিশ অফিসার। তারপর শোনা যায় পৈশাচিক উল্লাস।  তবে সূত্রের খবর অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলন চলাকালে অপেশাদার আচরণের কারণে সময় টেলিভিশনের ভিডিয়ো জার্নালিস্ট মো: শরীয়তুল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে সময় মিডিয়া লিমিটেড। একইসঙ্গে তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।  বৃহস্পতিবার সময় টিভির মানবসম্পদ বিভাগ থেকে তাকে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয় বলে এক খবরে জানিয়েছে সময় টিভির অনলাইন প্লাটফর্ম 'সময় নিউজ'। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন ব্যবস্থা নেয়া হবে না তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

 

 

Leave a comment