Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

বাংলাদেশ: কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালাচ্ছে ছাত্রলিগ

ইমামা খাতুন

Published: 16 July, 2024, 09:01 PM
বাংলাদেশ:  কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালাচ্ছে ছাত্রলিগ

ঢাকা, ১৬ জুলাই: কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলিগের হামলার প্রতিবাদে ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রড-চাপাতি ব্যবহার করে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলিগ। কোটা-বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলিগের হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন কিছু প্রতিবাদ সমাবেশেও হামলা চালিয়েছে ছাত্রলিগের নেতাকর্মীরা। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা-বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলায় বেশ কয়েকজন আহত হন। খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েটের শিক্ষার্থীরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। প্রতিবাদ হয়েছে বরিশাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে। ছাত্রলিগের হামলায় কুমিল্লা রাজশাহী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আহত হন অনেক শিক্ষার্থী। এদিকে, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলিগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ছাত্রলিগের হামলার নিন্দাও জানিয়েছে দেশটি। একইসঙ্গে বাংলাদেশে চলমান আন্দোলনের সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রধানমন্ত্রীর একটি মন্তব্যের পরই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এতে অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হয়েছে। এই বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? জবাবে মিলার বলেন, ‘ঢাকাসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত। আমরা এ বিষয়টি পর্যবেক্ষণ করছি।’ এদিকে,  কোটা-বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলিগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির পোস্টে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের ওপর ছাত্রলিগের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। যেসকল শিক্ষার্থী ছাত্রলিগের হামলায় আহত হয়েছে তাদের সকলের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে অ্যামনেস্টি লিখেছে, ‘অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে।’

Leave a comment