Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

টলিউডে ফাটল! রাহুলের বিরুদ্ধে কর্মবিরতিতে অনড় ফেডারেশন, পাল্টা হুঁশিয়ারি পরিচালকদের

আবুল খায়ের

Published: 27 July, 2024, 03:19 PM
টলিউডে ফাটল! রাহুলের বিরুদ্ধে কর্মবিরতিতে অনড় ফেডারেশন, পাল্টা হুঁশিয়ারি পরিচালকদের

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ রাহুল মুখোপাধ্যায় ইস্যুতে টলি পাড়ায় ফাটল। ফেডারেশনের বিরুদ্ধে সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি পরিচালকদের। অন্যদিকে অনড় ফেডারেশন। শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল পরিচালক রাহুলের পুজোর ছবির শ্যুটিং। তবে এ দিন শ্যুটিং ফ্লোরে কোনও টেকনিশিয়ান আসে নি। তাঁদের দাবি রাহুল পরিচালনা করল, তাঁরা কাজ করবেন না। সকলকে নিয়ে শনিবার ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বৈঠকে বসেন ৷ রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, অভিজিৎ সেন, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, সুব্রত সেন-সহ আরও অনেকে ৷

ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাহুলকে তিনমাসের জন্য কর্মবিরতির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তে তারা অনড়। অন্যদিকে ডিরেক্টরস গিল্ডের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় আমরা সকলে অপমানিত। রাজ চক্রবর্তী বলেন, "এটা খুবই অপমানজনক বিষয় ৷ আজকে টেকনিশিয়ানের কেউ এলেন না ৷ শুটিং বন্ধ থাকল ৷ এরপর যদি পরিচালক না আসেন, তাহলে শুটিং হবে তো? এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না ৷" দীর্ঘ বিতর্কের পর এদিন মুখ খোলেন পরিচালক রাহুলও ৷ তিনি বলেন, "আমি একটা শান্ত-সুষ্ঠ পরিবেশে শুটিং করতে চাই৷ আমার সিনিয়ররা রয়েছেন ৷ তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে চলা হবে ৷"

'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া-র পক্ষ থেকে রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরল না 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া' ৷ শুক্রবার দুপুরেই ডিরেক্টর্স গিল্ডের তরফে আসা একটি বিবৃতিতে জানানো হয়েছিল, পরিচালক রাহুলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় তাঁকে তিন মাসের কর্মবিরতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ক্রিয়েটিভ প্রোডিউসারের জায়গায় তাঁর আসল আসন অর্থাৎ পরিচালকের জায়গাতেই বসবেন তিনি। তবে রাত বাড়তেই ফের পালটে গেল ছবিটা। 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র (FCTWEI) তরফে জানিয়ে দেওয়া হল ডিরেক্টর্স গিল্ডের সিদ্ধান্ত মানা হচ্ছে না ৷ ফলে ফেডারেশনের তরফে তিন মাসের কর্মবিরতির শাস্তি বহাল থাকল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপরে ৷

এদিকে, শুক্রবার একটি বৈঠক ডাকেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, পরিচালক হিসাবে নয় বরং ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবেই এসভিএফ প্রযোজনা সংস্থার পুজোর ছবির সঙ্গে যুক্ত থাকবেন রাহুল। সুতরাং পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন সৌমিক হালদার। অভিনয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য। এ ছাড়াও থাকছেন, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ। ২৭ জুলাই থেকে শুটিং শুরু হওয়ার কথা। শুটিং হবে টেকনিশিয়ান্স স্টুডিয়ো-সহ কলকাতার আরও কয়েকটি জায়গায়।

রাহুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নিয়ম বিরুদ্ধভাবে ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে লুকিয়ে শুটিং করেছেন তিনি। তার জেরেই রাহুলকে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেয় চলচ্চিত্র ফেডারেশন। আর এই নিয়েই বিতর্কের সূত্রপাত। ফেডারেশনের সভাপতি সভাপতি স্বরূপ বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন, 'শনিবার সমস্ত তথ্য-প্রমাণ নিয়ে আমরা সাংবাদিক বৈঠক করবই। তখনই প্রকাশ্যে আসবে সব। প্রতিদিনের জীবনেও তো কত দ্বন্দ্ব, টানাপোড়েন, বিরোধিতা প্রতিবাদ থাকে। এটাও তেমনই একটি ঘটনা।  

 

 

 

Leave a comment