Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

অনুপম সাংস্কৃতিক সন্ধ‍্যা ও কৃতীদের সম্বর্ধনা

Bipasha Chakraborty

Published: 16 July, 2024, 06:05 PM
অনুপম সাংস্কৃতিক সন্ধ‍্যা ও কৃতীদের সম্বর্ধনা

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  এক বেসরকারি অনুষ্ঠান ভবনে রামপুরহাটের অন্যতম সাংস্কৃতিক সংস্থা গান্ধর্বী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করল কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে । আসিবে তুমি জানি প্রিয়, ওকে ঢলিছে বনে পথে একা একের পর এক মনোগ্রাহী সঙ্গীতের মূর্ছনায় সবাই মুগ্ধ হন। কাজী নজরুল সম্পর্কে আলোচনা, কবিতা,বিভিন্ন অঙ্গের অল্পশ্রুত গান, নৃত্য  -সব মিলিয়ে অসাধারণ ও অনবদ্য একটি অনুষ্ঠান মঞ্চস্থ হল। 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডঃ নন্দন কুমার মন্ডল রামপুরহাটের তথা ভারতবর্ষের গর্ব। বর্তমানে আমেরিকা নিবাসী এই বিজ্ঞানী  গান্ধর্বীর  মঞ্চ থেকে রামপুরহাটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারীদের তার দাদুর নামাঙ্কিত নিত্যরঞ্জন স্মৃতি পুরস্কার প্রদান করেন । মঞ্চে বরণ করে নেওয়া হয় নন্দন ও তাঁর পরিবারকে । এই পর্বটি পরিচালনা করেন অভিষেক দাস।  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে গান্ধর্বীর কর্ণধার চৈতি মজুমদার।

সংগীতে-শ্রীনিকা শ্রীনিধি,অদ্রিতা, সোমলতা, অনিন্দিতা, সৌম্যজিৎ, আলপ্তি, কল্লোলিকা, অগ্নিভ শ্রীবিদ্যা, পৌলোমী, শ্রেয়া,  শ্রীময়ী, আত্রেয়ী, পারমিতা পাল, মৌতৃষা দাস , প্রিয়াঙ্কা মুখার্জী, নবনীতা ভট্টাচার্য, মনীষা মুখার্জী, পায়েল দাস তপতীরায় তুহিনা ঘোষ লোপামুদ্রা দে, সঞ্চালনায় অসাধারণ ছিলেন নবনীতা ভট্টাচার্য। সঙ্গতে

তবলায় তাপস ভট্টাচার্য ও সুমন্ত মুখার্জী। কবিতা পাঠে-শ্রীনিকা ,শ্রীনিধি, সৌম্যজিৎ, দেবদত্তা ও লোপামুদ্রা দে। কাবেরী সিং এর পরিচালনায় ছাত্রীরা অসাধারণ মনোহারী নৃত্য পরিবেশন করে।

 নৃত্যে-আনন্দিতা, ইশিকা, পৃথ্বীশা, অনিন্দিতা, সোমলতা, অদ্রিতা, আদ্রিকা দেবদত্তা অভিশা আদ্রিতা, বিপাশা, রাজেশ্বরী, মধুবনী, বর্ণিতা, সমুদিতা সমাদৃতা সুকন্যা ও কাবেরী সিং। সমগ্র নৃত্য পরিচালনা কাবেরী সিং। 

  অনুষ্ঠানের সূচনা হয় মলয় মজুমদারের পরিচালনায় তোমার মহাবিশ্বে কিছু হারায়না কো কভু সঙ্গীতের মধ‍্য দিয়ে । সমবেত সংগীতে দর্শকও গলা মিলিয়ে গেয়ে ওঠেন।

Leave a comment