Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

গ্রহের নিচে লুকিয়ে ১৪ কিলোমিটার পুরু হিরার স্তর

Kibria Ansary

Published: 28 July, 2024, 12:39 PM
গ্রহের নিচে লুকিয়ে ১৪ কিলোমিটার পুরু হিরার স্তর

বিশেষ প্রতিবেদন: গোটা গ্রহ হিরায় ঠাসা। গ্রহের নিচে লুকিয়ে ১৪ কিলোমিটার পুরু হিরার স্তর। অতি চেনা বুধ গ্রহের কথা হচ্ছে। সম্প্রতি বিজ্ঞানীরা এই গ্রহের এক নতুন কম্পিউটার সিমুলেশন তৈরি করেছেন। তাতেই বেরিয়ে এসেছে চমকপ্রদ খবর। তবে এই হিরা খনন করার সুযোগ নেই। সূর্যের সবথেকে কাছের গ্রহ হওয়ায় বুধে দিনের বেলায় তাপমাত্রা থাকে ৪৩০ ডিগ্রি সেলসিয়াস, আর রাতে নেমে যায় -১৮০ ডিগ্রি সেলসিয়াসে। তাই এই গ্রহের কাছাকাছিও যাওয়ার উপায় নেই। তবে, এই হিরার পুরু স্তরের সন্ধান বুধ গ্রহের রহস্যের ব্যাখ্যা দিতে পারে। বিশেষ করে গ্রহটির গঠন ও এর চৌম্বক ক্ষেত্র সম্পর্কে অনেক রহস্যেরই সমাধান হতে পারে। বুধের চৌম্বক ক্ষেত্র পৃথিবীর তুলনায় খুবই দুর্বল। হিরা থাকার গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশনস জার্নালে। গবেষণার সহ-লেখক ইয়ানহাও লিন জানিয়েছেন, বুধ গ্রহ বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়। তিনি বলেন, ‘বুধে যে অত্যন্ত উচ্চ পরিমাণে কার্বন রয়েছে, তাতেই আমি বুঝেছিলাম, এর অভ্যন্তরে সম্ভবত বিশেষ কিছু ঘটেছে।’ বুধের ভূপৃষ্ঠের নিচে কীভাবে হিরের পুরু স্তর তৈরি হল? বিজ্ঞানীদের মতে, বুধের অনেক কিছুই অদ্ভুত। সৌরজগতের অন্যান্য গ্রহ যেমন উত্তপ্ত ম্যাগমার মহাসাগর শীতল হয়ে জমাট বেঁধে তৈরি হয়েছে, বুধও একইভাবে তৈরি হয়েছে। তবে, বুধের ক্ষেত্রে এই মহাসাগর ছিল সিলিকেট এবং কার্বনে ভরা। প্রথমে এর মধ্যে জমাটবদ্ধ হয়েছিল বিভিন্ন ধাতু। এভাবেই তৈরি হয়েছিল বুধ গ্রহের কেন্দ্রীয় অংশ। আর অবশিষ্ট ম্যাগমা গ্রহটির মধ্যম আবরণ ও বাইরের ভূত্বকের মধ্যে স্ফটিকে পরিণত হয়েছিল। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন, ম্যান্টেলের (গ্রহের অভ্যন্তরীণ স্তর) তাপমাত্রা ও চাপে গ্রাফাইট গঠন করেছে কার্বন। তবে ২০১৯ সালের একটি গবেষণা থেকে জানা যায়, বুধের ম্যান্টেল আগেকার ধারণার থেকে বেশি গভীর। ফলে, ম্যান্টেল ও কোরের মধ্যবর্তী অংশে তাপমাত্রা এবং চাপও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যা কার্বনকে হিরকে পরিণত করার মতো পরিস্থিতি তৈরি করতে পারে।

বিজ্ঞান-প্রযুক্তি - এর থেকে আরোও খবর

14 km thick layer diamonds hidden under the planet

Leave a comment