Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত হজের আবেদন করা যাবে

Bipasha Chakraborty

Published: 24 September, 2024, 01:29 PM
আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত হজের আবেদন করা যাবে

পুবের কলম প্রতিবেদক :২০২৫ সালের হজ যাত্রার জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় হজ কমিটি। ২৩ সেপ্টেম্বর ছিল অনলাইনে হজের আবেদন জমা দেওয়ার শেষ দিন । সেই সময় সীমা আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন হজের আবেদন সময়সীমা আর সম্ভবত বাড়ানো হবে না। কাজেই যে সকল মুসলিমদের উপর হজ ফরজ হয়েছে তারা দ্রুত আবেদন করে আল্লাহর নৈকট্য আদায়ের উদ্দেশ্যে রওনা হবেন ।তাই হজের আবেদন দ্রুত পূরণ করার আবেদন জানিয়েছেন তিনি।। 


খলিলুর রহমান বলেন, পশ্চিমবঙ্গ থেকে হজের কোটা যথাযথ রয়েছে। সেই তুলনায় হজযাত্রীর সংখ্যা কম ।কাজেই আপনারা হজের  নিয়ত করুন এবং দ্রুত আবেদন করুন। ইসলামের অন্যতম ফরজ এবাদত হচ্ছে হজ ।কাজেই হজ আদায় করে আল্লাহর নৈকট্য আদায়ের অধিকারী হন ।
পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি সব সময় মানুষের পাশে রয়েছে ।ফোন করেও আবেদন করা যেতে পারে। জেলা ডোমা অফিসগুলোতে আবেদন প্রক্রিয়ার বন্দোবস্ত রয়েছে।


পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত হজের আবেদন ৫ হাজারেরও কিছু বেশি জমা পড়েছে। এক সপ্তাহ আরো বেশি সময় বাড়ায় আরো বেশ কিছু হজযাত্রী সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। যে সকল মুসলিম ২০২৫ সালে হজ করবেন বলে ইচ্ছা প্রকাশ করছেন তারা দ্রুত পাকসারকাস হজ হাউস নিউটাউন মদিনাতুল হুজ্জাজ কিংবা জেলা সংখ্যালঘু অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন। 

যাঁরা আবেদন করবেন তাদের পাসপোর্ট এর মেয়াদ ১৫ জানুয়ারী ২০২৬ সাল পর্যন্ত থাকতে হবে। আন্তর্জাতিক পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। আবেদনকারীকে ভারতীয় বাসিন্দা হতে হবে। প্রত্যেকে এন্ড্রোয়েড মোবাইল ব্যবহার করতে হবে 


এন্ড্রোয়েড মোবাইলে "হজসাথী" অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন হজযাত্রীরা।
উল্লেখ্য, প্রতিবছর কলকাতা থেকে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড ,অসম ,মনিপুর, ত্রিপুরা উড়িষ্যা এবং বিহারের কিছু হজযাত্রী হজ সম্পন্ন করতে পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে রওনা হন।

Leave a comment