Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

Breaking: মালদার মানিকচকের এনায়েতপুরে উত্তেজনা, গুলি চালালো পুলিশ, আহত ২

Bipasha Chakraborty

Published: 18 July, 2024, 02:34 PM
Breaking:  মালদার মানিকচকের এনায়েতপুরে উত্তেজনা, গুলি চালালো পুলিশ, আহত ২

 

পুবের কলম, ওয়েবডেস্ক: মালদার মানিকচকের এনায়েতপুরে উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রতিবাদ বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্রের আকার নিল এনায়েতপুর।  বৃহস্পতিবার  রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ।  পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের ওপর হামলা চালায় প্রতিবাদীরা। পুলিশকে আটকে রেখে মারধর করার অভিযোগ। পুলিশের গাড়ি উলটে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে মাথা ফাটে   আইসি পার্থসারথী হালদারের। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।




জানা গেছে, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গেলে তাদের ওপর পালটা হামলা চালায় প্রতিবাদীরা। পালটা গুলি চালায় পুলিশ।  গুলির আঘাতে জখম ২। তাদের পায়ে গুলি লেগেছে। আহতদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।  এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।  মালদা জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে এনায়েতপুর সহ আশেপাশের একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাজেহাল সাধারণ মানুষ।  এদিন এনায়েতপুর, ধরমপুর, নুরপুরে প্রতিবাদ বিক্ষোভ চলছিল। অভিযোগ, একঘণ্টার জন্য বিদ্যুৎ এলেও আবার চলে যায়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে। গরমের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলতে থাকায় মানুষের ধৈর্য্যের বাধ ভেঙে গিয়েই এই উত্তেজনার  আকার নেয়।   

 

Leave a comment