Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ সুদান, ক্ষতির মুখে ৭ লক্ষ মানুষের জীবন

Bipasha Chakraborty

Published: 06 September, 2024, 07:12 PM
বন্যায় বিপর্যস্ত দক্ষিণ সুদান, ক্ষতির মুখে ৭ লক্ষ মানুষের জীবন

খার্তুম, ৬ সেপ্টেম্বর: অবিরাম বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত দক্ষিণ সুদান। সাত লক্ষের বেশি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। সুদান সহ আবেই প্রশাসনিক এলাকার ৩০টি কাউন্টিতে ৭ লক্ষ ১০ হাজারেরও বেশি মানুষ ক্ষতির মুখে। রাষ্ট্রসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানায়, মে মাসে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় দেশটিতে মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক অবক্ষয়, অব্যাহত সংঘাত, রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পাশাপাশি সুদানের অভ্যন্তরীণ সংঘাতও এই সঙ্কটপূর্ণ পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে। 

এছাড়াও বন্যায় ঘরবাড়ি, ফসল ও গুরুত্বপূর্ণ আবাসনের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাহত হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য সেবা। বেড়েছে রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি। এর আগে, গত ২৯ আগস্ট ওসিএইচএ পূর্বাভাসে জানায়, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দেশটিতে বন্যায় ৩০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

বন্যা প্রস্তুতি ও প্রতিক্রিয়া পরিকল্পনা পর্যালোচনা নিয়ে দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও প্রধান মানবিক নেতাদের সঙ্গে এক বৈঠকে সঙ্কট সম্পর্কে ঐক্যবদ্ধ আলোচনার উপর জোর দেওয়া হয়েছে।

ক্রমবর্ধমান দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়ে সংস্থাটি জানায়, মানবিক সহায়তা সহযোগীরা জীবন রক্ষাকারী সহায়তা দিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে। জরুরি প্রয়োজনের মধ্যে রয়েছে খাদ্য, আশ্রয়, খাদ্যবহির্ভূত সামগ্রী, জল, স্যানিটেশন ও হাইজিন সামগ্রী, জরুরি স্বাস্থ্য কিট ও সুরক্ষা সেবা।

Leave a comment