Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা, আসানসোলে নদীর জলে ভাসল গাড়ি-মৃত্যু, বিপদসীমার ওপর দিয়ে বইছে অজয় নদ

Bipasha Chakraborty

Published: 03 August, 2024, 02:19 PM
জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা, আসানসোলে নদীর জলে ভাসল গাড়ি-মৃত্যু, বিপদসীমার ওপর দিয়ে বইছে অজয় নদ

 

পুবের কলম, ওয়েবডেস্ক: গভীর নিন্মচাপের জেরে টানা বৃষ্টিতে প্রায় বিপর্যস্ত গোটা বাংলা। প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলাগুলি জলের তলায়। বর্ধমান, কালনা, খানাকুল, বীরভূম প্রায় জলমগ্ন। রাস্তাগুলি দেখে মনে হচ্ছে নদী। এর মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আসানসোলের কল্যাণপুর হাউজিং সেতু পারাপার করার সময়। নুনি নদীর জলে যাওয়া গাড়িতে থাকা এক ব্যক্তির দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তার দেহ উদ্ধার করেছে এনডিআরএফ। শনিবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম চঞ্চল বিশ্বাস(৫৯)। আসানসোলের ধাদকার সুগম পার্কের বাসিন্দা ছিলে তিনি। এক বেসরকারি সংস্থার আধিকারিক ছিলেন । স্ত্রী নামি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষিকা।

অন্যদিকে পশ্চিম বর্ধমানের কাঁকসা আর ওপারে বীরভূমের ইলামবাজারের মধ্যে যোগাযোগ এখন পুরোপুরি বিচ্ছিন্ন। বেশ কিছুটা ঘুরে পুরনো সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে দুই জেলার মানুষকে। ৬ বছর আগে অজয়ের ওপর স্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়। যার ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অজয় তীরবর্তী ইলামবাজার ব্লকের জয়দেব, ঘুরিষা, বিলাতি ও ধরমপুরএই চার পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম জলবন্দি। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাঁচাবাড়ি। বিপদ সীমার উপর দিয়ে বইছে অজয় নদও। এ দিন বিকেলে অজয়ের জলের তোড়ে ভেসে যায় নদের উপরের অস্থায়ী রাস্তা। অজয় তীরবর্তী ও বন্যাপ্রবণ অঞ্চলের ৩০টি পরিবারকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। নদের জল বাড়লে দুর্গতদের থাকার জন্য বোলপুর মহকুমা এলাকার কিছু স্কুলকেও চিহ্নিত করার কাজ শুরু করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে আসেন বিডিও (ইলামবাজার) অনির্বাণ মজুমদার-সহ প্রশাসনের একটি প্রতিনিধিদল।

বীরভূমের রামপুরহাট হাসপাতালে জলে থৈ থৈ। জল ঢুকে এক্স রে মেশিন বিকল হয়ে গেছে। কঙ্কালীতলা মন্দিরও জলমগ্ন হয়ে যায় শুক্রবার সকাল থেকে।  ফলে মন্দিরের গর্ভগৃহে বন্ধ রাখা হয়েছে।

এদিকেঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি।  সকাল থেকে ৪৮ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর জলাধার। ডুবতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকা। উদ্বেগে রাখছে গালুডি, ম্যাসাঞ্জোর জলাধারও।  ৫ হাজার কিউসেক হারে জল ছাড়ছে তিলপাড়া জলাধার। ময়ূরাক্ষী নদী লাগোয়া বহু তল্লাট ডোবার আশঙ্কা। সিকিম, ভুটানের জলে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। এই ত্রিফলায়  দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

 

Leave a comment