Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী, শেখ হাসিনার উত্থান ও পতন

Bipasha Chakraborty

Published: 05 August, 2024, 05:09 PM
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী, শেখ হাসিনার উত্থান ও পতন

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান ছিলেন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম হয় তাঁর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় দেশের বাইরে ছিলেন হাসিনা ও তার বোন রেহানা। পরিবারের সকলেই নিহত হলেও সেই যাত্রায় বেঁচে যান দুই বোন।

দেশের প্রধানমন্ত্রীর হন শেখ হাসিনা। দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এ বছরের ১১ জানুয়ারি। এর আগে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে। এই নির্বাচন আগের রাতেই ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগ ছিল। এ নির্বাচন ‘রাতের ভোট’ নামে পরিচিতি পায়। আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবার প্রধানমন্ত্রী হন। তবে এ নির্বাচনও বিতর্কিত। এতেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। নিজদলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ‘ডামি’ প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা হয়। এ নির্বাচনটিকে বিরোধীরা ‘ডামি নির্বাচন’ বলে আখ্যা দেন।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মোট আটবার সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ১৯৯১-১৯৯৫ পর্যন্ত বিরোধী দলের নেতা থেকে ১৯৯৬-২০০১ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮১ সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন। ২০১৪ সালের জানুয়ারিতে একটি বিরোধীদলবিহীন নির্বাচনে তিনি তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হন। এর পর ২০১৮ সাল ও তার পরে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম মেয়াদে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন

শেখ হাসিনা বিশ্বের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাশালী নারী হিসেবে বিবেচিত। ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২০২০ সালে তার অবস্থান ছিল ৩৯ তম স্থানে। ২০১৯ সালে তার অবস্থান ছিল ২৯ তম, ২০১৮ সালে ২৬ তম, ২০১৭ সালে ৩০ তম স্থানে।

চলতি বছরে প্রথমে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ হয় বাংলাদেশের পরিস্থিতি। পরে সাময়িক অবস্থা নিয়ন্ত্রণে আসলেও ফের হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয় বাংলাদেশের রাজপথ। বুলেটে ঝাঁঝরা হয়ে যায় কমপক্ষে ৩০০'র বেশি মানুষের দেহ। ছয় মাসের মাথায় ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভের মুখে সোমবার সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার বোন রেহানা।  

 

 

Leave a comment