Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

Big Breaking: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ হাসিনার

Bipasha Chakraborty

Published: 05 August, 2024, 03:25 PM
Big Breaking: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ হাসিনার

 

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন শেখ হাসিনা। তার পরেই বোন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়লেন হাসিনা। দেশে সামরিক শাসন জারি হয়েছে।

গণভবন আন্দোলনকারীদের দখলে।  অগ্নিগর্ভ বাংলাদেশ। হাসিনার পদত্যাগের উত্তপ্ত  দেশ। গণভবন ভাঙচুর চালাচ্ছে  শিক্ষার্থী সাধারণ মানুষ। বিকাল ৪ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান। সেনার বিবৃতি 'বিজয় আমাদেরই'

উল্লেখ্য, বাংলাদেশে সংঘর্ষে মৃত্যুর সংখ্যা ৩০০ পার করেছে।  সোমবার  মিরপুর-১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। প্রথমে সেনাবাহিনী বাধা দেয়। কিন্তু আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর হাজার হাজার বিক্ষোভকারী গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন।  দুপুর পর গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করছেন তারা। আন্দোলনকারীরা আশপাশের গলি থেকে মূল সড়কের দিকে আসতে থাকেন। এ সময় উত্তরা-আজমপুর মূল সড়কে তারকাঁটার ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে রাখে সেনাসদস্যরা। মূল সড়কে অবস্থান নিয়ে তারা আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য আহ্বান জানান। 

 

 

Leave a comment