Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বিশ্ব ক্রীড়ায় বেনজির, ড্র ম্যাচের দু'ঘণ্টা পর আর্জেন্টিনার গোল বাতিল, অলিম্পিক ফুটবলে জয় মরক্কোর

Kibria Ansary

Published: 25 July, 2024, 01:03 PM
বিশ্ব ক্রীড়ায় বেনজির, ড্র ম্যাচের দু'ঘণ্টা পর আর্জেন্টিনার গোল বাতিল, অলিম্পিক ফুটবলে জয় মরক্কোর

পুবের কলম, ওয়েবডেস্ক: অলিম্পিকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো। শুধু অলিম্পিকের ইতিহাসে কেন ফুটবল ইতিহাসেও এমন ঘটনা বিরল। একটা ম্যাচে নির্ধারিত সময়ের পর ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া, শেষ মুহূর্তে গোল হবার পর দু'ঘণ্টা পরে সেই গোল বাতিল করে একটি দলকে জয়ী ঘোষণা করা, এমন ঘটনা ফুটবল ইতিহাসে কোনদিন হয়নি। অলিম্পিকের প্রাঙ্গনে তো নয়ই। কিন্তু প্যারিস অলিম্পিক সাক্ষী থাকল এরকমই একটা অদ্ভুতুড়ে ঘটনার। অলিম্পিক ফুটবলে খেলতে নেমেছিল আর্জেন্টিনা ও মরক্কো। ম্যাচে গোল করে এগিয়ে যায় মরক্কো। আর্জেন্টিনা এরপর গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও স্রোতের বিপরীতে গিয়ে ফের গোল করে ব্যবধান বাড়ায় মরক্কো। এরপর দ্বিতীয়র্ধের শেষের দিকে একটি গোল পরিশোধ করে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মুহূর্তে অতিরিক্ত রেফারি জানান ১৫ মিনিট সংযুক্তি সময়ে খেলা হবে। আর সেই ১৫ মিনিট সংযুক্তির সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনা ম্যাচটি ড্র করে । কিন্তু তারপরেই হহু করে লোক ঢুকে পড়ে মাঠে। মরক্কোর সমর্থকরা আর্জেন্টিনার এই গোল মানতে না পেরে রীতিমতো মাঠে ঢুকে হাঙ্গামা শুরু করে। ম্যাচ বন্ধ থাকে বেশ কিছু সময়। এরপর দু'ঘণ্টা বাদে ভার চেক করে দেখা হয় আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি। আর তারপরেই বাতিল করা হয় তা। যার ফলে অলিম্পিকের ফুটবলের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে হেরে অভিযান শুরু করতে হলো সদ্য কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাকে।

আজকের শিরোনাম - এর থেকে আরোও খবর

Benazir in world sports Argentina's goal disallowed Morocco's victory in Olympic football

Leave a comment