Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

উৎসবের মেজাজে তিলোত্তমা, ২১ শে জুলাই ঘিরে জনপ্লাবন

Bipasha Chakraborty

Published: 21 July, 2024, 11:13 AM
উৎসবের মেজাজে তিলোত্তমা, ২১ শে জুলাই ঘিরে জনপ্লাবন
আবেগে ভাসছে কলকাতা- (ছবি-খালিদুর রহিম)

 

পুবের কলম, ওয়েবডেস্ক:কখন মেঘলা আকাশ, আবার কখন রৌদ্রজ্বল আকাশ। আবহাওয়ার খামখেয়ালিকে তুড়ি মেরে উড়িয়ে দিদিকে একবার দেখার অপেক্ষায় জনস্রোত। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী জেলা ছাড়াও উত্তরবঙ্গ থেকেও আজ ধর্মতলামুখী মানুষ।

২১শে জুলাই ঘিরে উন্মাদনা তুঙ্গে। সেই উৎসবের আমেজে ভাসছে গোটা কলকাতা।  ছোট থেকে বড় সবার মুখে মা-মাটি মানুষের জয়। দুর্গাপুজোর আগেই শুরু শারদীয়া আমেজ।

আজ একটি ঐতিহাসিক দিন। আজ শহিদ তর্পণ। ১৯৯৩ সালে ১৩ জন কর্মী প্রাণ হারিয়েছিলেন। তার পর থেকে প্রতি বছর এই দিনটিতে শহিদদের জন্যই উৎসর্গ করে তৃণমূল। রবিবাসরীয় বৃষ্টি ভেজা অলস কলকাতা আজ চনমনে, চেনা ছন্দের বিপরীতে হাঁটছে শহর, গলি থেকে রাজপথ। 

 

 

লোকসভা নির্বাচনে বড় জয়ের পর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় আজ এক  অন্যমাত্রা জুগিয়েছে। আজ একুশে জুলাইয়ে মঞ্চে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়ার দুর্যোগ না থাকলে আজ তৃণমূল সুপ্রিমোর পাশে থাকবেন অখিলেশ বন্দ্যোপাধ্যায়। 

আজ দিদি তার সমর্থদের উদ্দেশে কি বার্তা দেয় সেদিকে তাকিয়ে আছে রাজ্যবাসী।

বেলা যত বাড়ছে, তত বাড়ছে উন্মাদনা। শুক্র-শনিবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন দূর-দূরান্তের তৃণমূল কর্মীরা। হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন, সর্বত্রই হাজার হাজার মানুষের ভিড়। এদিকে কলকাতাতেও চার জায়গা থেকে চারটি বড় মিছিল আসছে ধর্মতলার শহিদ দিবসের মঞ্চে। শ্যামবাজার, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং হাজরা মোড় থেকে চারটি বড় মিছিলের জমায়েত আসছে ধর্মতলার উদ্দেশ্যে। 

 

 

Leave a comment