Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

'ব্যর্থ বাজেট, বঞ্চিত বাংলা ' মন্তব্য অভিষেকের

Bipasha Chakraborty

Published: 23 July, 2024, 02:49 PM
'ব্যর্থ বাজেট, বঞ্চিত বাংলা '  মন্তব্য অভিষেকের

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  কেন্দ্রীয় বাজেট সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, বাংলাকে বঞ্চিত করা হয়েছে। বিহারের জন্য ঢালাও ঘোষণা আর বাংলাকে বঞ্চিত করা হয়েছে। সব সময় বাংলার সঙ্গে এই ধরনের আচরণ করা হয়। আমি বলছি না, অন্য রাজ্যকে না দিতে তবে বাংলাকে বঞ্চিত করা হবে কেন? অভিষেক বলেন, বেকারত্ব ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, ও ক্রমবর্ধমান মুদ্রস্ফীতির মতো জরুরি সমস্যাগুলি মোকাবিলার পরিবর্তে বিজেপি তার জোট অংশীদারদের ঘুষ দেওয়ার জন্য সরকারের অচলাবস্থার আগে সময় কেনার জন্য একটি বাজেট তৈরি করেছে! যে বাংলা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে, নবজাগরণে অগ্রণী ভূমিকা নিয়েছে তাকে কেন্দ্রীয় সরকার লাগাতার বঞ্চনা করে চলেছে। এই বঞ্চনা বাংলার মানুষ সহ্য করবে না। আগামী নির্বাচনে এর জবাব দেবে বাংলার মানুষ।

অভিষেকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, দেশের বেশ কয়েকটি রাজ্য ভেঙে নতুন রাজ্য হয়েছিল। তার মধ্যে ২টি রাজ্য হল বিহার ও অন্ধ্র প্রদেশ। তাদের অনেক দিনের দাবিদাওয়া ছিল। সেই দাবিগুলো মেটানোর চেষ্টা করা হয়েছে। তাড়া প্রতিবেশী রাজ্যের উন্নয়ন হলে তার সুফল বাংলাও পাবে।

অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত অর্থনৈতিক করিডর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে গয়ার উন্নয়ন হলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না কেন?

উল্লেখ্য, কেন্দ্রীয় বাজেটে পূর্ব ভারতে অর্থনৈতিক উন্নয়নের জন্য  পূর্বোদয়নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।এই প্রকল্পে রয়েছে পশ্চিমবঙ্গও। এই প্রকল্পের অধীনে পরিকাঠামো উন্নয়নের কাজ হবে

 

Leave a comment