কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

৫৬ বছরের রাজাকে বিয়ে ২১-এর তন্বীর, আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট কন্যা নোমসেবো হবেন ১৬ তম স্ত্রী

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘ভালোবাসা অন্ধ হয়’ এমনই প্রবাদ বাক্য আছে। তার জলজ্যান্ত উদাহরণ
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমার ২১ বছরের মেয়ে নোমসেবোর
প্রেমপর্ব। নোমসেবো বিয়ে করছে ইসোয়াতিনির রাজা তৃতীয় মাসওয়াতিকে। তবে তিনি হবেন
রাজার ১৬ তম স্ত্রী। ৫৬ বছর বয়সী রাজার বর্তমানে ১১ জন স্ত্রী আছে। তবে তাঁর মোট
আনুষ্ঠানিক বিয়ের সংখ্যা ১৫। তবে এই বিয়ে কোনও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলে
জানিয়েছেন ইসোয়াতিনির মুখপাত্র আলফিয়াস নক্সুমালো।

আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ ইসোয়াতিনি।
মহাদেশের একমাত্র এই দেশটিতেই নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে। রাজা তৃতীয় মাসওয়াতির
সঙ্গে নোমসেবো জুমার বাগদান চলতি সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা
হয়েছিল।

ইসোয়াতিনির মুখপাত্র বলেন, ভালোবাসা অন্ধ। ভালোবাসা বয়স মানে না। দুজন মানুষের মধ্যে ভালোবাসা হয়। এই
ভালোবাসা এমন দুজনের মধ্যে হতে পারে
, যাঁদের একজনের বয়স ১০০
বছর
, আরেকজনের বয়স দেশের সংবিধান অনুমোদিত গড়ের চেয়ে বেশি।

জ্যাকব জুমা ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ
আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি ও রাজা তৃতীয় মাসওয়াতি আগে থেকেই বৈবাহিক সূত্রে
আত্মীয়।

৩৮ বছর ধরে সিংহাসনে রয়েছেন রাজা তৃতীয় মাসওয়াতি। রাজা
তৃতীয় মাসওয়ার বহুবিবাহ
, বহুস্ত্রী নিয়ে বিলাসী জীবনযাপন নিয়ে সমালোচনা
রয়েছে। সমালোচিত তার রূঢ় আচরণ।

দেশটির আগের নাম ছিল সোয়াজিল্যান্ড। জনসংখ্যা ১১ লক্ষ।
এইচআইভি/এইডস সংক্রমণের হার সর্বোচ্চ
বিশ্বের এমন দেশগুলোর
একটি ইসোয়াতিনি। 
ঐতিহ্যবাহী
দক্ষিণ আফ্রিকার রিড নৃত্য উৎসব হয়।
লিফোভেলা বলে উৎসব হয়।