কলকাতাThursday, 3 June 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত পার হওয়া বিড়াল- পায়রা থেকে ছড়াচ্ছে করোনা, দেখা মাত্র গুলি করে মারার নির্দেশ কিমের

mtik
June 3, 2021 12:59 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের নিষ্ঠুরতার নানা কাহিনী ছড়িয়ে আছে বিশ্ব জুড়ে।কথিত আছে কিমের কথার এতটুকু নড়চড় হলেই নাকি শাস্তি হিসেবে জোটে মৃত্যুদন্ড। এহেন রাষ্ট্রনায়ক কিমের এবার রোষের মুখে পড়েছে সেই দেশের যাবতীয় বিড়াল, পায়রা সহ যাবতীয় চতুষ্পদেরা।তাদের নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন কিম।

 কিন্তু হটাত এই ধরনের নির্দেশ কেন, জানা যাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়কের দৃড় ধারণা সীমান্ত পেরিয়ে আসা বিড়াল এবং পায়রাই উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস ছড়াচ্ছে।তাই উত্তর কোরিয়ার সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বিড়াল বা পায়রা সীমান্তে দেখা মাত্র গুলি করে যেন মেরে দেওয়া হয়।

কিমের এই নির্দেশে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের পশুপ্রেমী সংগঠনগুলি সরব হয়েছে। কিন্তু তাতে উত্তর কোরিয়ার এই শাসকের বিন্দুমাত্র হেলদোল নেই। আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর অনুসারে করোনা আক্রান্ত একটি পরিবার হোম আইসোলেশনে থাকার সময় বিড়াল পুষে কিমের রোষের মুখে পড়ে। সেই পরিবারটিকে ফের ২০ দিনের জন্য আইশোলেসনে পাঠিয়ে দেওয়া হয়।