কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মণিপুরে সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন, রাষ্ট্রপতি মুর্মুর হস্তক্ষেপ চেয়ে কেঁদে ফেললেন প্রাক্তন রাজ্যপাল উইকে

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর: সুবিচারের আশায় রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর দ্বারস্থ হলেন মণিপুরের প্রাক্তন রাজ্যপাল অনুসুইয়া উইকে। মণিপুরে সংখ্যালঘুদের উপর হওয়া সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্রপতি মুর্মুর হস্তক্ষেপ চেয়েছেন তিনি। প্রবীণ সাংবাদিক অশোক ওয়াংখেড়ে দাবি করেছেন, মণিপুরের প্রাক্তন রাজ্যপাল উইকে মণিপুরে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে তাঁর হস্তক্ষেপ চেয়ে প্রায় ৪৫ মিনিট ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা বলেছেন। প্রবীণ সাংবাদিক অশোক ওয়াংখেড়ের কথায়, অত্যাচারের কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মুর কাছে রীতিমতো কেঁদে ফেলেন উইকে। রাজ্যপাল উইকে রাষ্ট্রপতি মুর্মুকে জানিয়েছেন, ‘মণিপুরের অবস্থা ভয়ঙ্কর। আপনি কিছু একটা করুন।’ ওয়াংখেড়ে একটি ইউ টিউব চ্যানেলে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে মণিপুরের প্রাক্তন রাজ্যপাল অনুসুইয়া উইকের বক্তব্য তুলে ধরেন। ওয়াংখেড়ে জানান, উইকে জানিয়েছেন ডোমেনে যে ঘটনাগুলির কথা তুলে ধরা হয়েছে তার থেকেও মণিপুরের প্রকৃত অবস্থা আরও খারাপ। অশোক ওয়াংখেড়ে বলেন, রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে অনুসুইয়া উইকেও প্রধানমন্ত্রী মোদিরও হস্তক্ষেপ চেয়েছিলেন। 

ওয়াংখেড়ে মণিপুরের প্রাক্তন রাজ্যপালের মন্তব্যকে উদ্ধৃত করে জানিয়েছেন, ‘আমি রাষ্ট্রপতির সামনে আবেদন করেছি। আমি প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ চেয়েছি। কিন্তু কেউ পাত্তা দেয়নি।’ ওয়াংখেড়ে আরও জানিয়েছেন, টেলিফোনে প্রাক্তন রাজ্যপাল  উইকের সঙ্গে কথা বলার সময় তিনি আরজি কর কাণ্ডে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে সেই ঘটনার বিষয় উদ্বেগের কথা জানিয়েছেন। 

অনুসুইয়া উইকে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ২৬ জুলাই পর্যন্ত মণিপুরের রাজ্যপাল ছিলেন। জাতিগত দাঙ্গায় যখন মণিপুর উত্তপ্ত হয়েছিল, সেই সময় ২২০ জনের বেশি মানুষ নিহত হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে ৩ মে তিনি মণিপুরের রাজ্যপাল হিসেবে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন।