কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বারুইপুর মহকুমা ব্লাড ব্যাংকের দুটি ফ্রিজ খারাপ হয়ে পড়ায় সমস্যায় রোগীরা

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দু’টি ফ্রিজ খারাপ হয়ে আছে। কোনওরকমে একটি ফ্রিজে কাজ চলছে। সমস্যায় রোগীদের পরিবার।গত দু মাস ধরে বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দু’টি ফ্রিজ খারাপ হয়ে পড়ে আছে। কোনওরকমে একটি ফ্রিজে কাজ চলছে। ফলে বেশি পরিমাণে রক্ত জমা করা যাচ্ছে না। রোগীদের চাহিদা থাকলেও তা পূরণ হচ্ছে না। শুধু তাই নয়, সেখানে নেই কোনো ও সেপারেটিং ইউনিট। ফলে সমস্যায় পড়তে হচ্ছে দায়িত্বরত চিকিৎসকদের।

কবে এই সমস্যার সমাধান হবে, সেই নিয়েও প্রশ্ন উঠেছে।এব্যাপারে হাসপাতালের সুপার ডা: ধীরাজ রায় বলেন,পুরো বিষয়টিই  স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে। আর এ বিষয়ে হাসপাতাল সূত্রে খবর, বারুইপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক চালু হয় ২০১৫ সালে। এখানে রক্ত সংগ্রহ করে রাখার জন্য তিনটি ফ্রিজ ছিল কিন্তু গত দু মাস ধরে দু’টি ফ্রিজ খারাপ হয়ে গেছে।

একটি ফ্রিজে ২৫০-৩০০ প্যাকেট রক্ত  রাখা যেতে পারে।এই মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল বারুইপুর থেকে শুরু করে সুন্দরবনের কুলতলি, মৈপীঠ, জয়নগর, বিষ্ণুপুর, মগরাহাটের বাসিন্দারা। রোজ কোনো না কোনো জায়গায় রক্তদান শিবির  হচ্ছে।

কিন্তু সেই রক্ত বেশি পরিমাণে  নিয়ে এসে ব্লাড ব্যাঙ্কে রাখা যাচ্ছে না  ফ্রিজের অভাবে।এ ব্যাপারে এই হাসপাতালের  এক চিকিৎসক  বলেন, রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে এসে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠাতে হয়। কারণ, এখানে সেপারেটিং ইউনিট নেই। চিত্তরঞ্জন থেকে রক্ত- সেপারেট করে আনতেই দীর্ঘ সময় কেটে যায়।ফলে রোগীদের ও ভোগান্তির মধ্যে পড়তে হয়।তাই দ্রুত এই ব্যবস্থার সুরাহা হলে ভালো হয়।