কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, জারি অধ্যাদেশ

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

ঢাকা, ১০, সেপ্টেম্বর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ
নিরাপত্তা দিতে তৈরি করা আইন বাতিল হল।
 সোমবার ‘জাতির পিতার
পরিবার-সদস্যগণের নিরাপত্তা
 (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করেন রাষ্ট্রপতি।  এর মাধ্যমে ‘জাতির পিতা
পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন,
 ২০০৯’ বাতিল হল। অন্তর্বর্তী সরকারের প্রধান
উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘কেবল একটি পরিবারের সদস্যদের
রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল,
 যা একটি সুস্পষ্ট বৈষম্য।’ এর আগে গত ২৯ আগস্ট ‘বৈষম্যমূলক নীতি’ বিবেচনায় জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় প্রণীত আইন বাতিল
করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
 এর ফলে বঙ্গবন্ধুর দুই কন্যা
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের জন্য বিশেষ
নিরাপত্তার সুবিধাটি আর থাকছে না।
 ওই দিন বৈঠকের পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
বলেছিলেন, ‘আমাদের এই সরকারটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম।
 এরকম বিশেষ নিরাপত্তার দরকার
আছে বলে মনে করে না
 নিরাপত্তা সংস্থা। এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই এটা রহিত
করা হয়েছে।’
 নবম সংসদ নির্বাচনের মাধ্যমে
আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সালে
 ‘জাতির পিতার
পরিবার-সদস্যগণের নিরাপত্তা বিল-২০০৯’ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন)
 সংসদে সর্বসম্মতভাবে পাস হয়। ওই আইনের আওতায় মুজিবুর
রহমানের
  পরিবারের জীবিত সদস্যদের
জন্য আজীবন বিশেষ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়।
 এ ছাড়া এই পরিবারের সদস্যদের
প্রত্যেকের জন্য নিরাপদ সুরক্ষিত আবাসনের ব্যবস্থা ও প্রয়োজনীয় অন্যান্য
সুযোগ-সুবিধা দেওয়ার কথাও বলা হয় আইনে।
 ওই আইন অনুসারে ২০১৫ সালের
মে মাসে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়েছিল।