কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ফের জুনিয়র ডাক্তারদের নবান্নে ডাক, ডেডলাইন ৫ টা

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

  পুবের কলম,ওয়েবডেস্ক: ফের
জুনিয়র চিকিৎসকদের বৈঠকের ডাক। আজ বিকেল ৫ টাই নবান্নে ডাক পাঠিয়েছে তাদের। খোদ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন সেখানে বলেই খবর। স্বাস্থ্য
ভবনের সামনে ধর্নায় বসার দু’রাত ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে।
পাঁচ দফা দাবি মানতে হবে, এই দাবিতেই জারি বিক্ষোভ। বৈঠকে বসার ৪ শর্ত আরোপ করেছিলেন আন্দোলনকারীরা।
  


শর্ত ১: নবান্নের বৈঠকে অন্তত ৩০জন প্রতিনিধিকে
যেতে দিতে হবে ।

শর্ত
২: পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে ।

শর্ত
৩: শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে।

শর্ত
৪: পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।


ওই শর্ত দেওয়ার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
সাংবাদিক
সম্মেলনে স্পষ্ট জানান, শর্ত
দিয়ে কখনও খোলা মনে আলোচনা সম্ভব নয়।


আজ ফের একবার বিক্ষোভকারী চিকিৎসকদের চিঠি
দিলেন
মুখ্যসচিব মনোজ পন্থ।
চিঠিতে
তিনি বলেন, ১৫ জন প্রতিনিধিই উপস্থিত থাকতে পারবেন বৈঠকে। লাইভ স্ট্রিমিং-এর
অনুমতিও দিচ্ছে না নবান্ন। তবে স্বচ্ছতা বজায় রাখতে পুরো আলোচনার
ভিডিয়ো রেকর্ড করা হবে। শুধু টাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বৈঠকে।