কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হচ্ছে না বিনীত গোয়েলকে

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ আর জি কর কাণ্ডে আন্দোলনের জেরে কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে জোর বিতর্ক শহর জুড়ে। রাজ্যের জুনিয়র ডাক্তারদের বিনীত গোয়েলের ইস্তফা দাবি করেছিল জুনিয়র ডাক্তাররা। জাতীয় মানবাধিকার কমিশনও বিনীত গোয়েলকে নোটিশ দিয়েছিল। দিন দু’য়েক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বিনীত গোয়েলের দিন শেষ হয়ে আসছে।

বৃহস্পতিবার নবান্নে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।  বিনীত গোয়েল নিজেও জানিয়েছিলেন, তিনি নিজের কর্তব্য ভালোভাবেই পালন করেছেন। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষ চাইলে তিনি ইস্তফা দেবেন। এই পরিস্থিতিতে বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে জোর জল্পনা উঠেছে। এই আবহে খবর রটে যায়, বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া নিয়ে নবান্নে আলোচনা হয়েছে। 

তবে সূত্রের খবর, সরকারিভাবে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি প্রতিকূল হলও বিনীত গোয়েলকে এখনই সরানো হচ্ছে না বলে সূত্রের খবর। কারণ এখন পুলিশ কমিশনারকে সরানো মানেই বিরোধীদের চাপের কাছে মাথা নত করা।

তাছাড়া বিনীতের নেতৃত্বেই কলকাতা পুলিশ ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে। তাই এই মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনারের পদে তাঁকেই রাখতে চাইছে নবান্ন।