কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পিছিয়ে পড়া প্রাথমিক স্তরের পড়ুয়াদের এগিয়ে নিয়ে যেতে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগ

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

কৌশিক সালুই, বীরভূম:- পিছিয়ে পড়া প্রাথমিক স্তরের পড়ুয়াদের নিয়ে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেই সমস্ত পড়ুয়াদের বাড়তি নজর দিতে হবে প্রতিটি শিক্ষক-শিক্ষিকাকে। এ মর্মে দ্রুত নির্দেশিকা জারি হতে চলেছে জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে।

   সমস্ত শিশুরাই সমান মেধা নিয়ে জন্মগ্রহণ করে। তার সঠিক লালন-পালন এবং পরিচর্যার অভাবে সেই মেধার পূর্ণবিকাশ হয় না। এর ফলে সেই সমস্ত শিশু পড়ুয়ারা প্রথম থেকেই একটু একটু করে পিছিয়ে পড়তে শুরু করে। ফলে সামগ্রিক শিক্ষার মান নেমে আসে। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ড: প্রলয় নায়কের উদ্যোগে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশিকা জারি করা হতে চলেছে। যে সমস্ত প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা মেধার বিকাশে পিছিয়ে আছে তাদেরকেও সমানভাবে এগিয়ে আনতে উদ্যোগী নিতে বিশেষ নজর দিতে হবে। এ মর্মে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দ্রুত নির্দেশিকা জারি করতে চলেছে।

বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ড: প্রলয় নায়েক বলেন,” অনেক খুদে পড়ুয়ারা স্বভাবগতভাবে কথাবার্তা কম বলে যেটা তার পড়াশোনার ক্ষেত্রে প্রভাব পড়ে। তাদেরকে সঠিক নজরদারিতে না আনলে আস্তে আস্তে পিছিয়ে যায় সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা।

এবার সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা যাতে পূর্ণ মেধার বিকাশ ঘটাতে পারে তার জন্য শিক্ষক-শিক্ষিকাদের ক্লাসে বাড়তি নজর দিতে হবে। এই মর্মে জেলা প্রাথমিক শিক্ষার সংসদ নির্দেশিকা জারি করতে চলেছে”।