কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নিপা হানায় কেরলে মৃত্যু আরও এক যুবকের

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম, ওয়েব ডেস্কঃ কেরলে ভয় ধরাচ্ছে নিপা ভাইরাসবাড়ছে প্রকোপ। চলতি বছরের  জুলাই মাসের পর ফের নিপা সংক্রমণে মৃত্যু হল
আরও এক যুবকের। গত জুলাইতেই কেরলের মলপ্পুরমে নিপায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৪
বছরের এক কিশোরের। গত শনিবার সেই মলপ্পুরমেই এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে
বছর চব্বিশের যুবকের। প্রাথমিকভাবে যুবকের মৃত্যুর কারণ নিপা সন্দেহ করা হলেও
নিশ্চিত ছিল না হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই মৃতের নমুনা সংগ্রহ করে কোঝিকোড়
মেডিক্যাল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্টে নিপা ভাইরাস চিহ্নিত করা
গিয়েছে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, যুবকের মৃত্যুর পর স্থানীয় মেডিক্যাল অফিসার দ্বারা
পরিচালিত মৃত্যুর তদন্তে নিপা ভাইরাস সন্দেহ করা হয়। কোঝিকোড় মেডিক্যাল কলেজে
নমুনা পরীক্ষার পর তা নিশ্চিত করা হয়েছে। মৃত যুবক বেঙ্গালুরুতে পড়াশোনা করতেন।
তাই মৃত্যুর আগে তাঁর বন্ধুবান্ধব
,
পরিবার এবং যে যে জায়গায় তিনি
গিয়েছিলেন তা শনাক্ত করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রাথমিক যোগাযোগের তালিকায় ১৫১ জনকে
চিহ্নিত করা হয়েছে। যাদের মধ্যে ৫ জনের মধ্যে জ্বরের লক্ষণ দেখা দিয়েছে।

গত জুলাইতেই কেরলের মলপ্পুরমে মৃত্যু হয়েছিল এক কিশোরের। জ্বর, মাথাব্যাথা,
শ্বাসকষ্ট নিয়ে কোঝিকোড় হাসপাতালে
ভর্তি হয়েছিল সে। কিশোরের নমুনা পরীক্ষায় নিপা ভাইরাস ধরা পড়ে। ভেন্টিলেশনে রেখেও
শেষরক্ষা হয়নি। নিপা ভাইরাসে ফের মৃত্যুর খবর ছড়াতেই চাঞ্চল্য রাজ্য জুড়ে। মারণ
ভাইরাস নিপার হানা বেড়েই চলেছে দিনে দিনে। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ আগেই
রাজ্যের হাসপাতাল গুলোতে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছেন। যেমন
, মাস্ক পরা,
হাসপাতালে রোগীর সঙ্গে একজন করেই
ঢুকতে পারা
, হাসপাতালের বহির্বিভাগকে অন্যান্য
বিভাগ থেকে আলাদা রাখা।